বাংলাদেশকে বড়ই ভালবাসি....। যে গুণে বন্ধুরে পাবো, সে গুণ আমার নাই গো, সে গুণ আমার নাই.. প্রাণপাখি মনের আনন্দে, ঠেকেছে পিরিতের ফান্দে, তবে কেন নিরানন্দে কেঁদে বুক ভাসাই গো?.. যে গুণে আনন্দ বাড়ে, আদর করে রাখে ধারে, গুণ নাই আমার করজোড়ে চরণ ছায়া চাই গো.. হইতাম যদি গুণে গুণী, পাইতাম গো সেই পরশমণি, এ করিমের দিন-রজনী আর ভাবনা নাই গো.. যে গুণে বন্ধুরে পাবো, সে গুণ আমার নাই গো.. সে গুণ আমার নাই
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।