কতগুলা মানুষরুপি জানুয়ার এবং শিক্ষিতরুপি অশিক্ষিত মানুষ আমার দেশের মহান স্বাধীনতাকে এতো বেশি হালকা করে ফেলেছে যা কিনা অতিব লজ্জাজনক । কারণ তারা মহান মুক্তিযুদ্ধ কে নিয়ে কথায় কথায় রাজনীতি করে। আমি একজন মানুষকে চিনি যাকে আমি ভদ্রলোক বলেই জানতাম কিন্তু তাকেও দেখলাম আজকে সে তার ফেইসবুকের স্টেটাস এ একটি রাজনৈতিক দলকে গালি দিতে গিয়ে সে আমাদের মুক্তি যুদ্ধ কে নিয়ে একটি খারাপ ভাষা বলেছে সে বলেছে যারা মুক্তি যুদ্ধে অংশ গ্রহণ করতে পারো নাই তারা এই ...... দলটিকে পুন্দিয়া মুক্তিজুধা হয়ে যাও । আমি এই লেখা দেখে একদমই বোবা হয়ে গেলাম। কেও যদি কোনো রাজনৈতিক দলকে বা নেতাকে গালি দিতে চান তাতে আমার কোনো আপত্তি নাই কারণ তারা গালি দেবার কাজ করে থাকেন প্রায় সময়ই।কিন্তু তাই বলে আমাদের মহান মুক্তি যুদ্ধকে এইভাবে........ আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে শেষ পর্যন্ত এই কথাও শুনতে হলো আমাদের ? যেখানে আজকে কিছু কিছু যুদ্ধ অপরাধীদের বিচার চলছে সেখানে এই মানুষগুলো মহান মুক্তিযুদ্ধ কে নিয়ে এইসব কি শুরু করলো ? বাংলাদেশের বর্তমান সরকার যেখানে কথা দিয়েছে তারা বিচার করবে প্রকৃত যুদ্ধ অপরাধীদের অথচো সেখানে এই লোক গুলো কি তামাশা শুরু করলো ? যারা মনে করেন যে তারা হয়তো এইসব বলে সরকারের খুব উপকার করছেন নিজের দলকে সাপোর্ট করছেন , তাহলে এটা ভুল ভাবা হবে । বরং আপনার মত কিছু লোকজনই আজকে বাংলাদেশের বর্তমান সরকারকে ডুবাচ্ছেন. আমার প্রশ্ন হলো এই লোকগুলো এতো বড় সাহস পেলো কোথায় মহান মুক্তি যুদ্ধ কে নিয়ে এইভাবে তামাশা করার ? আমাদের শহীদ এবং বীরাঙ্গনাদের নিয়ে এইভাবে মশকরা করার অধিকার এই লোকগুলো পেলো কোথায় ? যারা দেশের জন্য রক্ত দিয়েছে যেই মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে আজকে সেই মহান মানুষগুলোকে অপমান করার অধিকার কে দিয়েছে তাদেরকে ? আজকে লজ্জায় এবং ঘৃণায় আমার মাথা নিচু হয়ে যাচ্ছে । আমি একজন বাঙালি হিসাবে আজকে আমি অপমানিত , আজকে আমি লজ্জিত , আজকে বুক চাপড়ে কাদতে ইচ্ছে করছে আর বলতে ইচ্ছে করছে হে আমার শহীদ ভাইয়েরা এবং বীরাঙ্গনা মা ও বোনেরা তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী ওই সমস্ত লোকজনের জন্য যারা কিনা আজকে তোমাদের অপমান করছে কথায় কথায়।এই কুলাঙ্গার সন্তান দের কে তোমরা মাফ করে দাও ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।