আমাদের কথা খুঁজে নিন

   

ছাগী-বৃত্তান্ত!

হায়! কত অজানা কারনেই না মানুষকে বাস্তুচ্যুত হতে হয়। কিন্তু ছাগলের ওলান ধরার অপরাধে বাস্তুচ্যুত সম্ভবত এই প্রথম। ভদ্রলোক বাসায় একাই ভাড়া থাকেন,স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন। তো,তিনি যখন সিড়ি দিয়ে নামছেন,দেখলেন নীচতলার ভাড়াটিয়ার ছাগীটা দুটো বাচ্চাসহ দাঁড়িয়ে আছেন। এক্ষেত্রে অনেকে যা করেন তিনিও তা করলেন,অর্থাত কিনা চোখের সামনে ঝুলন্ত ওলান দেখে মনের অজান্তে আলতো করে ধরে একটা টান মারলেন।

যেমনটা প্রায়ই গোয়াল ারাও করে থাকেন। কিন্তু সময় ও সুযোগ তার পক্ষে ছিলো না,ক্রিস গাইলের বর্তমান অবস্থার মত। ছাগীটা চিৎকার করে উঠলো যেভাবে বাংলা সিনেমায় নায়িকারা ইজ্জত হারানোর সময় করে থাকে। তার চেয়ে সাংঘাতিক যার ছাগী সেই মহিলার চোখে ধরা খেয়ে যাওয়া। মহিলার এক বাক্য- না, এই লম্পট লোককে এই বিল্ডিং এ রাখা যাবে না,সবারই মান-ইজ্জত আছে।

আজ বোবা প্রানীর ওলানের উপর দিয়ে গেছে,কাল এমনও হতে পারে কোন সরব প্রানীর_ _ _ _ উপর দিয়ে যাবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।