আমাদের কথা খুঁজে নিন

   

এক পাহাড় চোরা বালি

শখ হল তাই ব্লগ লিখি... আজ নিজ আসনে যারা অলস যাপন করছি কাল তাদের পরিসমাপ্তি অবস্যম্ভাবী, হেলায় হেলায় বেলা হলো শেষ পিছে ফিরে তাকানোর নেই কিঞ্চিত মাত্র লেশ। কাজের চেয়ে অকাজ করছি বেশি হিসাবের খাতায় শূন্য রাশি রাশি, অহেতুক গোলমেলে জীবন আমার দিন শেষে নিজেই করি নিজের বিচার। পাওয়া না পাওয়ার হিসেবে সদাই মসগুল, ধর্মের চেয়ে অধর্মই যেন আদবের সমতুল। ভাল কি মন্দ অহেতুক দন্ধ যাচাই করিনা তাল কি বেতাল, বলি মুখে যা আসে ভাবিনা পিছে কত লোক হাসে। নিজের মাথা নিজেই করি নিচু বৃথাই চলেছি মরিচিকার পিছু, কোথা থেকে এসেছি আমি কোথায় যাব চলি, জীবনের সায়ান্নে এসে দেখি এক পাহাড় চোরা বালি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।