অবশেষে ব্লগিংয়ে প্রত্যাবর্তন সিরিজ পোস্ট নেভিগেশন প্যানেল:
✎ ১। একদম ফ্রিতে যেভাবে তৈরি করবেন একটি ওয়ার্ডপ্রেস ব্লগ ~~ (পর্ব:১)~~ ওয়ার্ডপ্রেস পরিচিতি ও প্রয়োজনীয় কিছু অ্যাপ (ব্লগ তৈরির পূর্ব প্রস্তুতি)
✎ ২। একদম ফ্রিতে যেভাবে তৈরি করবেন একটি ওয়ার্ডপ্রেস ব্লগ ~~(পর্ব:২)~~ ডোমেইন হোস্টিং সেটাপ দেওয়ার পদ্ধতি
✎ ৩। একদম ফ্রিতে যেভাবে তৈরি করবেন একটি ওয়ার্ডপ্রেস ব্লগ ~~(পর্ব:৩)~~ ওয়ার্ডপ্রেস ডাউনলোড ও কনফিগার করা
✎ ৪। একদম ফ্রিতে যেভাবে তৈরি করবেন একটি ওয়ার্ডপ্রেস ব্লগ ~~(পর্ব:৪)~~ ওয়ার্ডপ্রেস আপলোড, ফাইলজিলা ইন্সটলেশন এবং ওয়ার্ডপ্রেস সেটাপ
অবশেষে হাজির হলাম ওয়ার্ডপ্রেস ইন্সটলেশনের ৩য় পর্ব নিয়ে।
এই পর্বে আমরা হোস্টিং অনুযায়ী ওয়ার্ডপ্রেস এর wp-config.php ফাইলটি এডিট করব নোটপ্যাড++ দিয়ে। তাহলে শুরু করা যাক।
►►►MySQL Database তৈরি ও তথ্য সংগ্রহ করা◄◄◄
☑ প্রথমে Dhmart এ যান এবং আপনার আইডি ও পাস দিয়ে লগিন করুন:
☑ স্ক্রল করে নিচে গিয়ে MySQL Database এ ক্লিক করুন:
☑ MySQL database এর বক্সে কয়েকটা অর্থবোধক বর্ণ দিতে পারেন, ইউজারনেমের ক্ষেত্রেও তাই। ডাটাবেজের ক্ষেত্রে আমি দিলাম wpdb এবং ইউজারের ক্ষেত্রে wpusr। এরপর পাসওয়ার্ড দুইবার বসিয়ে Create দিন:
☑ এবার আপনার MySQL Database নাম ও পাসওয়ার্ড দেখাবে, View Result এ ক্লিক করুন:
☑ MySQL Database ও MySQL User এর নিচের কোডগুলো কপি করুন:
☑ এবার একটি নোটপ্যাড ওপেন করে MySQL Database ও MySQL User লিখে তার পাশে কোডদুটি পেস্ট করুন যাতে বোঝা যায় কোনটি ডাটাবেজ এবং কোনটি ইউজার নেম এবং সেই টেক্সট ডকুমেন্টটি Host info নামে সেভ করুন:
☑ এবার এই লিঙ্কে যান ও Download Wordpress 3.4.2 তে ক্লিক করুন:
☑ ডাউনলোড করে জিপ ফাইলকে এক্সট্র্যাক্ট করুন WinRAR, 7zip অথবা আপনার ডিফল্ট উইন্ডোজ এক্সট্র্যাক্টর দিয়ে।
এক্সট্র্যাক্ট করা হলে Wordpress নামক একটি ফোল্ডার দেখবেন। সেটাতে ঢুকে wp-config-sample.php ফাইল পাবেন, সেটাকে সিলেক্ট করে রিনেম করুন ও sample কেটে দিন। তাহলে wp-config.php হবে:
►►►►►►নোটপ্যাড++ ইন্সটলেশন◄◄◄◄◄◄
■ এর কথা প্রথম পর্বে বলা হয়েছিল, ডাউনলোড না করা থাকলে এই লিঙ্ক থেকে ডাউনলোড করুন ও ওপেন করে Ok চাপুন:
■ Next চাপুন:
■ I Agree তে চাপুন:
■ Next এ চাপুন:
■ আবার Next:
■ Install এ ক্লিক করুন:
■ ইন্সটল হচ্ছে:
■ Run Notepad এ টিক থাকুক, Finish এ ক্লিক করুন:
►►►►►►wp-config.php এডিটিং◄◄◄◄◄◄
⚑ wp-config.php এর উপর রাইট ক্লিক করুন ও Edit with Notepad++ এ ক্লিক করুন:
⚑ এখন আপনার যে Host Information নামের যে টেক্সট ফাইলটি আছে সেটির উপর রাইট ক্লিক করে Edit with Notepad++ চাপুন:
⚑ তাহলে দেখবেন দুইটি ট্যাবে দুইটি ফাইল ওপেন হয়েছে, এবার Host info.txt ট্যাবে যান MySQL Database এর পাশে যে কোডটি দিয়েছিলেন সেটি কপি করুন:
⚑ wp-config.php ট্যাবে যান এবং define(‘DB_NAME’, এর পাশে দেখবেন database_name_here অংশ। সেটা হাইলাইট বা সিলেক্ট করে রাইট ক্লিক করে Paste চাপুন, আর খেয়াল রাখবেন, জিনিসটা যাতে এইরকম হয় ‘u12313213_wpdb’ অর্থাৎ ইনভার্টেড কমা দুইটি যাতে থাকে:
⚑ আবার Host info.txt ট্যাবে যান MySQL User এর পাশে যে কোড আছে সেটা কপি করুন:
⚑ wp-config.php ট্যাবে ফিরে যান এবং define(‘DB_USER’, এর পাশে username_here অংশটুকু (২২ নম্বর লাইনে পাবেন) হাইলাইট/সিলেক্ট করে Paste চাপুন:
⚑ একইভাবে ২৫ নম্বর লাইনে DB_PASSWORD এর ডানে পাসওয়ার্ড বসান এবং ২৮ নম্বর লাইনে DB_HOST এর ডানপাশে আপনার Mysql ডাটাবেজের হোস্ট বসান। Dhmart এর সাধারণ MySQL DB হয় এটা- mysql.dhmart.info।
এটা লিখে দিন:
⚑ স্ক্রল করে কিছুটা নিচে যান তাহলে https://api.wordpress.org/secret-key/1.1/salt/ - এই লিঙ্ক পাবেন, সেখানে ডাবল ক্লিক করতে পারেন অথবা এখানেও করতে পারেন:
⚑ লিঙ্কটি ব্রাউজারে ওপেন হলে সমস্ত অংশটুকু সিলেক্ট করে কপি করুন:
⚑ নোটপ্যাড++ এর সেখানে ফিরে এসে 45 থেকে 52 লাইন সিলেক্ট করে পেস্ট চাপুন যেখানে 45 লাইন শুরু define(‘AUTH_KEY’, দিয়ে এবং ৫২ লাইন শুরু define(‘NONCE_SALT’, দিয়ে।
দ্রষ্টব্য: ঔ লিঙ্কে যতবার আপনি ভিসিট করবেন সেটা ততবারই নতুন নতুন ‘key’ জেনারেট করবে। এটা ওয়ার্ডপ্রেস সিকিউরিটির একটা অংশ। এতে আপনার সাইট আরও বেশি এনক্রিপ্টেড থাকে।
⚑ যদি ঠিকমত পেস্ট করতে পারেন তবে নিচের ছবিটি দেখা যাবে:
⚑ এখন আরেকটু কাজ আছে সেটা হল 62 নম্বর লাইনে গেলে table_prefix পাবেন, সেটার ডানপাশে টেবিলের নাম দেওয়া আছে ‘wp_’ এখান থেকে আপনি wp টা কেটে দিয়ে যা খুশি বসাতে পারেন।
এতে আপনার সাইটের সিকিউরিটি আরও বাড়বে। যেমন আমি বসালাম neophyte
⚑ প্রায় শেষ ধাপ, 21 ও 22 লাইনদুটো কপি করুন:
১ম লাইন: /** MySQL Database Username */
২য় লাইন: define(‘DB_USER’, ‘u11321321_dbusr’);
⚑ কপি শেষে ১৫ নাম্বার লাইনে চলে যান, দুইবার Enter চাপুন, রাইট ক্লিক করে Paste চাপুন। তাহলে 17-18 লাইনে আপনার পেস্ট করা অংশ আসবে এবং 16-19 লাইনদুটো খালি থাকবে:
⚑ এবার কিছু কাটাকাটি ও লেখালেখির মাধ্যমে এডিটিংয়ের পরিসমাপ্তি ঘটাব
এই অংশ কাটুন- MySQL Database Username, তার পরিবর্তে লিখুন- Revision Backups
এই অংশ কাটুন- DB_USER, তার বদলে লিখুন – WP_POST_REVISIONS ; সাথে ডানপাশে ইনভার্টেড কমাসহ কোডটুকু মুছে 10 বা 20 বসান।
[দ্রষ্টব্য: কাজটি করা হল কারণ এতে রিভিশন ব্যাকাপ পাওয়া যাবে। ধরা যাক একটি পোস্ট এডিট করে ড্রাফটে রাখলেন।
আরেকজন অ্যাডমিন পোস্টটি আবার এডিট করলেন, এখন আপনার এডিট করা অংশ আপনি Revision এ পেয়ে যাবেন। এইরকম রিভিশন আপনি যে কয়টা রাখতে চান সেটার সংখ্যা পাশে বসিয়ে দিলেই হবে]
⚑ wp-config এডিটিংয়ের কাজ খতম। এইবার উপরে দেখবেন ফ্লপি ডিস্কের আইকন আছে, সেটাতে ক্লিক করে সেভ করে বেরিয়ে আসুন:
আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আপনারা দেখবেন কীভাবে FTP একাউন্ট কনফিগার করবেন, Filezilla কীভাবে ইন্সটল করবেন এবং একই সাথে ওয়ার্ডপ্রেস ইন্সটল করে আপনার সাইট দেখবেন।
সুস্থ থাকুন সবাই, সেই কামনায় আজ বিদায় নিলাম।
বিশেষ দ্রষ্টব্য: ছবিগুলো সব হাই রেজুলিউশনের। দেখা না গেলে রাইট ক্লিক করে View image এ ক্লিক করলেই হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।