আমাদের কথা খুঁজে নিন

   

গ্রাফিক্স ডিজাইন কর্মশালা

https://www.facebook.com/ekramict এবার হবে সবাই ডিজাইনার! গ্রাফিক্স ডিজাইন কর্মশালা ৭ডিসেম্বর’২০১২, শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কথায় আছে “আগে দর্শণধারী, তারপর গুণবিচারী” আর তাই যার Presentation যত বেশি সুন্দর তার সফলতা ততই সহজ। আর একটা সুন্দর Presentation তৈরিকরার জন্য Graphics Design এর দখল থাকাটা সবার জন্য অত্যন্ত জরুরী। হতে পারেন আপনি একজন Web Developer, Photographer, Architect, Business Developments, Online Marketing Expert অথবা আপনি হতে চান একজন Online Freelancer গড়তে চান একটা ভাল Career । সবার জন্যই Graphics Design এর উপর দক্ষতা আপনার Career এর সফলতাকে করে দিতে পারে অনেক সহজ। আর তাই Creative IT Institute “http://creativeit-inst.com/ “আয়োজন করেছে দিনব্যাপী Graphics Design কর্মশালা।

সেমিনার থেকে আপনি যা শিখতে পারবেন- ১ কিভাবে অনেক সহজে একজন ভাল Designer হওয়া যায়। ২ একজন ডিজাইনার এর মধ্যে কি কি গুণ থাকা প্রয়োজন। ৩ একটা কাজ শুরু করার আগে কোন কোন দিকে আপনার খেয়াল রাখতে হবে। ৪ কি করলে আপনার Design শুধুমাত্র আপনার কাছে নয় বরং সবার কাছেই গ্রহণযোগ্যতা পাবে। ৫ Subject এর উপর ভিত্তি করে কিভাবে Color, Picture এবং Text এর সমন্বয় করবেন।

৬ কিভাবে অনেক অল্প সময়ে ভাল উবংরমহ করতে পারবেন। এইসব প্রশ্নের উত্তর জানাসহ Web Template, Icon Design, Logo Design, Clipping Path, Image Retouch এর কাজকে আপনার নিজের দখলে নেবার জন্য সেমিনারে অংশগ্রহণ করুন। সেমিনার বিস্তারিতঃ তারিখ: ৭ডিসেম্বর’২০১২, শুক্রবার সময়: সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফি: ৫০০টাকা (লাঞ্চ, বিকেলের নাস্তা ফ্রি) নিবন্ধনের শেষ তারিখ: ৬ডিসেম্বর’২০১২। নির্ধারিত সংখ্যক আসনে আগে আসলে আগে ভিত্তিকে নিবন্ধ করা হবে। যোগাযোগ: অফিস: ক্রিয়েটিভ আইটি লিমিটেড অর্চিড প্লাজা, বাড়ি#২ (৫ম ও ৬ষ্ঠ তলা), রোড# নতুন-১৫, পুরনো: ২৮, ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ।

ওয়েবসাইট: http://www.creativeit-inst.com ফেসবুক গ্রুপ: https://www.facebook.com/groups/creativeit/ ফোন: ০১৬১৪১৩৪৪২৪ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.