পরিশুদ্ধি করণ !!নিজেকে শুদ্ধ করণ !! গান নেবেন গান - আনকোড়া সব নতুন নতুন গান ! গান নেবেন গান - আনকোড়া সব নতুন নতুন গান !! এই গানওল্লা এই দিগে এসো ! কত করে তোমার গানের কেজি ? : আট্টিশ টাকা কেজি ভাই ? বলিস কি ? রেডিও টিভিতে কখনো গান গেয়েছিস (রাগানিত্ব কন্ঠে ) ঃনা ভাই :O পুরুস্কার টুরুস্কার কিছু পেয়েছিস ( রাগানীত্ব কন্ঠে) ঃনা ভাই :O বের হ বেডা এইখান থেকে - খেলে পেয়েছো - দাম চায় আট্টিশ টাকা >_< >_< ঃপ্রায় আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো রাস্তাতে এই লজ্জ্বা কেউ যেন না দেখে তাই কান্না লুকাই হাসির আরালে বুকের কষ্ট রাতের একা আর আমার !! গানটাকে বিক্রি করা দরকার !! গিটার গলা সম্ভলটাকে নিয়ে চাই অভাব আমি গান দিয়ে বুঝাতে গান নিবেন গান আনকোড়া সব নতুন নতুন গান !! ......... এই গানওল্লা এই দিগে এসো তো - অনেক দিন দেখছি তোমাকে এই পথে তা সওদা কিছু হলো ? ঃ না ভাই দেখ ভাই তোমার গান একঘেয়েঁ ! মোনোটোনাস - নানান কথার মারপ্যাচঁ- তবু একটা রিক্স নেওয়া যায় তোমাকে দিয়ে !! একবার বাজার পেলে ব্যবসা মন্দ হবে না - তবে দাম পাবে পাচঁশিকে !! কি চলবে ঃ একটু হিসেব করে নেই ভাই -- দেখ !! ঃ স্টুডিও কে দিতে হবে পচাঁত্তাউর , আর অনান্য খরচ পঞ্চাশ !! ওরে এক টাকা চারানা হিসাবে আমার গান চলে এলো বাজারে !! ওরে পাম পাম পাম রাপা পাম পাম পাম ডুরূ রু রু রু রু এইয়া ইয়া ইয়ায়াআআআ রাম পাম পাম পাম ওরে মোর রমজানের শেষে এলো খুশির ঈদ !! ওর মোর ......... হতো আমাকে ভালোবেসে নয়তো কিছু কিনার অজুহাতে পয়ত্তিশ টাকা দিয়ে কিনলে অপদার্থ মানুষের সন্তান গান গুলোকে ( আমি যখন গানটা লিখি তখন এ দেশে সিডি প্রচলন ছিল না, আপনারা যারা সিডি কিনছেন তাদের জন্য হিসাবটা একটু অন্য রখম হবে , আমি ঐ ক্যাসেডের হিসাবেই থাকছি পয়ত্তিশ টাকা দিয়ে তুমি ১২ টা গানে একটা Album কিনবে , অর্থাৎ প্রতিটি গানের দাম দুই টাকা পচাঁশি পয়শা টাকা প্রায় !! ) দুই টাকা পচাশিঁ পয়শা মানে -- আমার অনেক অভিমান দুই টাকা পচাশিঁ পয়শা মানে -- মর্যাদা না পাবার কষ্ট দুই টাকা পচাশিঁ পয়শা মানে -- বিনিদ্র রাতে কাহিনী দুই টাকা পচাশিঁ পয়শা মানে -- সত্যি কারের স্বাধীনতার মূল্য দুই টাকা পচাশিঁ পয়শা মানে -- এক বাসন সাদা ভাত দুই টাকা পচাশিঁ পয়শা মানে -- এক পেয়ালা গরম তরকারি দুই টাকা পচাশিঁ পয়শা মানে -- ইকবাল ধুকে ধুকে মরে গেছে দুই টাকা পচাশিঁ পয়শা মানে -- শুমির কাছে প্রতিশ্রুতি তার ছোট মামা অনেক অনেক বড় লোক হবে দুই টাকা পচাশিঁ পয়শা মানে -- খোকন দাদা এর ঘড়ি চশমার ছোট দোকান দুই টাকা পচাশিঁ পয়শা মানে -- বন্ধু ডালিম তুই বড় একা দুই টাকা পচাশিঁ পয়শা মানে -- অনামিকার স্কুল মাস্টারি দুই টাকা পচাশিঁ পয়শা মানে -- রাহাত আলম জয় বে-হিসাবি দুই টাকা পচাশিঁ পয়শা মানে -- দিচ্ছি-- আল্লাহ তোমায় শান্তিতে --- তুমি বারটা গান কিনলে ,তোমাকে ধন্যবাদ- এইবার আমি তোমায় একটা গল্প শুনাই !! গল্পটা আমি শুনেছিলাম শেখ আব্দুল হাকিম এর কাছ থেকে , এই ভদ্রলোকেরও ঐ একই সমস্যা ! দুইটাকা পচাঁশি পয়শা !! মাত্র পনের বয়েসে লিখেছিলেন অপরিনত পাপের মতো দ্রুপদী মৌলিক উপন্যাস, তারপর শুরু করলেন রুপান্তর সাহিত্য , যাক গল্পটা বলি !! গল্পটা খুব সম্ভবত মিশরীয় - এক ছিল দরিদ্র পরিবারের - খুবই দরিদ্র্য , খবার জুটতো না সেই পরিবারের ! সেই পরিবারের এক সদস্য মারা গেল ! মারা গেলে যা হয় ! আশ পাশের প্রতিবেশিরা তাদের কিছুদিন ভালোভালো খাবার পাঠালো !! সময়ের সাথে সাথে মানুষের মমতাও ফিকে হয়ে যায় !! আবার শুরু হয় ক্ষুদার্থ জীবন !! বছর খানেক বাদে - সেই পরিবারের আর একজন সদস্য অসুস্থ , সবাই তাকে ঘিরে তীব্র বেদনার মর্ম জ্বালায় অঙ্গার হয়ে বুঝে ফেললো নিশ্চিত মৃত্যু !! কিন্তু এতো শোকের মাঝেও কোথায় দেন সবার অদৃশ্য লোভ !! আর একটা মৃত্যু আবার কিছু ভালো খাবার !! সেতো গেল গল্প কথা কিন্তু বাস্তবতা ? রক্তাত্ব বিপ্লব হয় -জীবন দেয় অসীম সাহসী দেশপ্রেমিক !! রাষ্ট্রীয় ক্ষমতার হাত বদল হয় - স্মর্ধনার আদলে চলে আর্থিক হিসাব কষা ! সুন্দুরি -সুসজ্জিতা সুভাষী উপস্থাপিকা ঘোষনা করেন এবার মঞ্চে আসবেন -- রাষ্টনায়কের হাত থেকে লক্ষ টাকার চেক নিতে বীর দেশ প্রেমিকের স্ত্রী এবং উনার মা !! তেইশ বয়সের তরতাজা শরীরের স্ত্রী মনে পরে কত স্মৃতি ও ভালোবাসা - রাতের আধাঁর নিস্পাপ হাসি এবং একজন মানুষকে !! আর মা - দশ মাস দশদিনের তীব্র যন্ত্রনায় আর গভীর মমতায় তিলে তিলে গড়ে তোলা শরীরের ভিতর আর একটা শরীর এবং প্রান !! চারিদিকে কড় তালি !! দুই জন নারী কাপাঁকাপাঁ হাতে রাষ্ট্র নায়কের হাত থেকে লক্ষ টাকার চেক নেয় !! এতো বেদনা - এতো কষ্ট - এতো আর্তনাদ -এতো কন্নার ভিতরেও কোথায় যেন দক্ষিনের সুবাতাস - যাক টাকা তো পাওয়া গেল !!! দুই টাকা পচাশিঁ পয়শা মানে -- দুই টাকা পচাশিঁ পয়শা মানে -- ............ দুই টাকা পচাশিঁ পয়শা মানে -- দুই টাকা পচাশিঁ পয়শা মানে -- দুই টাকা পচাশিঁ পয়শা মানে -- দুই টাকা পচাশিঁ পয়শা মানে -- গান নেবেন গান আনকোড়া সব নতুন নতুন গান গান নেবেন গান আনকোড়া সব নতুন নতুন গান গান নেবেন গান আনকোড়া সব নতুন নতুন গান গান নেবেন গান আনকোড়া সব নতুন নতুন গান Click This Link বল্ড করা গল্প দুটাই বাস্তবতা -- এতো ভালো ভাবে উপাস্থপনা -- আসলে এইটা গান না কবিতা নাকি গল্প বুঝছি না তবে - ভালো লেগেছে তাই কষ্ট করে শুনে শুনে লিখলাম !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।