বাংলাদেশ উন্নতি করছে। খুব দ্রুত। উন্নয়নশীল দেশ হিসেবে এর অগ্রগতি ভাল । প্রায়ই IMF, WORLD BANK বলে যে বাংলাদেশ ভবিষ্যতে অনেক শক্তিশালি অর্থনীতির দেশ হবে । যাই হোক।
সাহারা আমাদের দেশে হাউসিং করতে চায় । তারা এক লক্ষ একর সমতল ভুমি চায় । আমার কথা হচ্ছে আমাদের দেশ টা কি এতই বড় যে কেউ চাইলেই এক লক্ষ একর জমি দেওয়া যায় ?????
প্রতি বছর আট হাজার হেক্টর করে কৃষি জমি কমছে । কৃষি জমি সংরক্ষণের জন্য কোন নীতিমালা নেই । থাকলেও তার প্রয়োগ দেখি না ।
যে যেখানে পারে ইট ভাটা করে , হাউসিং করে, ইনডাসট্রি করে। কারো কোন হুশ নাই নাকি ??????
মাকসুদুল আলম পাঁটের জিনোম আবিষ্কার করেছেন । এখন পাট আমাদের অনেক কিছু দিতে পারে । কিন্তু পাট চাষ করার জন্য যদি পরজাপ্ত জমি না থাকে তাহলে কি লাভ এই আবিশকারের ?????
বাংলাদেশ ভারত থেকেই প্রতিবছরবচেয়ে বেশি আমদানি করে । খুব সম্ভব ৫০০ কোটি টাকার পণ্য ।
তার পরও যদি ভারতীয়দের ব্যবসা করার জন্য অবাধে সব সুবিধা দেওয়া হয় তা আমাদের অর্থনীতির জন্য ভাল না ।
শুনলাম ভারতীয় ব্যবসায়ীরা অর্থমন্ত্রীর কাছে দাবি করেছেন তাদের যেন এই দেশে বিনিয়োগের জন্য সস্তায় জমি দেয়া হয় । কেন রে ভাই ???? যে হারে জমি নিধন চলছে তাতে ত বিশেষজ্ঞ রা বলেন আগামী ৫০ বছর পর এই দেশে কৃষি জমি থাকবে না । তার পর ও কি সরকারের কোন চিন্তা নেই ???????
আপনার হাতে টাকা থাকলে আপনিও হাউসিং কোম্পানির মালিক হতে পারেন । জায়গা জমি কোন ব্যাপার না।
শুধু হাউসিং কেন , জা খুশি তাই করুন । ইচ্ছে মত জমি নিধন করুন ।
আজকাল ত সব ফসলের বাম্পার ফলন হয় । কিন্তু যদি এক কোটি মানুষের জন্য ও আমাদের খাদ্য শস্য কেনা লাগে তাহলে তা আমাদের অর্থনীতির জন্য খারাপ হবে ।
নদী মাত্রিক এই দেশে আমাদের উন্নতির সবচেয়ে সহজ পন্থা হল কৃষি ।
কিন্তু আমরা তা মাথায় রাখি না । আমাদের দেশ টা ছোট । তাই এইখানে জা খুশি তা করাটা বোকামি । জাপানের মত দেশ যেখানে তাদের অধিকাংশ industry চায়না তে করে, সেখানে আমরা কেন আমাদের ক্ষতি করি । আমাদের দেশের industry কেন ভারতে হবে না ????? আমরা কেন ওদের হাতে আমাদের এত জমি তুলে দিব ।
আমরা কেন কৃষি জমি সংরক্ষণে কোন জনসচেতনতা তৈরি করতে পারি না ???? কেন আমরা নিজের ভাল নিজেরা বুঝি না ?????
অনেকে বলতে পারেন কেন ভারত নিয়েই কথা বললাম । কারন ভারত আমাদের চেয়ে অনেক বড় দেশ , পাশাপাশি কয়েকটি বাণিজ্য ক্ষেত্রে তারা আমাদের প্রতিযোগী । তাই তারা তাদের পণ্য আমাদের দেশে ত আনছেই , এখন যদি আবার অনেক industry ও করে তাহলে তা আমাদের জন্য ভাল না । এই industry গুলো ওরা ওদের দেশেই করুক । ভবিষ্যতে যদি আমাদের শিল্পায়নের প্রয়োজন হয় তাহলে আমরা তা ব্যাবহার করতে পারব ।
অর্থনীতির ভাষায়, অগ্রগতির সাথে সাথে কৃষির উপর গুরুত্ব কমে । কিন্তু আমাদের দেশের আয়তন ত আর দিন দিন বাড়ছে না । তাই আমাদের জমি ব্যাবহারে সচেতন হয়া দরকার । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।