যে অন্যকে জানে তিনি পণ্ডিত , যিনি নিজেকে জানেন তিনি জ্ঞানী , যার সন্তোষ এসেছে তিনিই ধনী । যিনি জানেন তিনি মুখ খোলেন না যিনি মুখ খোলেন তিনি জানেন না । যিনি বিজ্ঞ তিনি অনেক কিছু জানেন না , যিনি অনেক বিষয়ে পণ্ডিত তিনি বিজ্ঞ নন । যিনি দৃঢ় সংকল্প ,কেবল তিনিই মনোবলের অধিকারী , যিনি ভারসাম্য হারান না ,কেবল তিনিই টিকে থাকেন , মৃতুর পরেও লোকে যাকে স্বরণ করে তিনিই দীর্ঘজীবি । একটা গল্প -বাচ্চা ছেলেটি দেখল তার দাদুর সিড়ি দিয়ে উঠতে খুব কষ্ট হয় ,কিন্তু নামার সময় তেমন অসুবিধা হয় না ।তাই দেখে বাচ্চা ছেলেটি তার দাদু কে বলল -"তুমি নামতে পারো অথচ উঠতে পারো না কেন?" দাদু বললেন "আরে পতনের গতি সবসময় দ্রুত আর সহজ কিন্তু উত্থান সবসময় কঠিন আর ধীর ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।