................... অনেক কিছু লিখতে চাই কিন্তু লিখতে কেন জানি ভাল লাগেনা । ঘৃণা লাগে এই লিখা লিখে কি কোন লাভ হবে যা হবার তাই তো হবে, তাহলে কেন এই কিবোর্ড কে কষ্ট দেওয়া???? এর চেয়ে যদি ১৮++ লিখা দেই তাহলে হয়তো বেশী পড়া হবে। তবু্ও আজ আর না পেরে লিখতে বসলাম শুধু নিজের বিবেকের তাড়নায়...............
শুরু করছি একজন জনপ্রতিনিধি মেয়র মোঃ লোকমান হোসেন কে দিয়ে । আমার দেখা একজন মানুষ যিনি দেখিয়ে দিয়েছিলেন ইচ্ছা থাকলে আমাদের দেশটাকেও আমরা সুন্দর করে গড়তে পারি। কখনও সময় পেলে একবার নরসিংদি গিয়ে দেখবেন কি আমুল পরিবর্তন করেছেন উনি।
উনাকে জনসম্মুক্ষে গুলি করে মারা হয়েছে!!! কি কেন কে কারা কিভাবে সব কিছুই আপনারা জানেন তবুও মনে মনে বলেছেন আমার তো কিছু হয়নি!!! তাহলে শুধু শুধু কেন ঝামেলায় জড়াতে যাব!!!! প্রয়োজন নেই...........
আসি সাগর রুনি হত্যাকান্ডে । এই সাংবাদিক দম্পতি হয়ত এমন কোন তথ্য পেয়েছিলেন তার জন্য পশুর মত তাদের জবাই করে হত্যা করা হয়েছে । তাতে আপনার কি??? আপনার তো কারো কিছু হয় নাই। তাহলে নিশ্চিন্তে শুয়ে পড়ুন । ভয় নেই আপনি সাংবাদিক নন তাই আপনাকে কেউ মারতে আসবে না।
আসি মা সন্তান এর দিকে....-> মা তার সন্তানকে নিয়ে স্কুলে যাচ্ছেন । কতই না সুন্দর দৃশ্য কিন্তু আমার সোনার বাংলায় বাংলা ছবির ইসটাইলে আপনার সামনে থেকে আপনাকে গুলি করে আপনার বাচ্চা কিডন্যাপ করবে। আপনার এখানে কিছুই বলার নেই কেননা আপনার বাচ্চা তো সেইফ আছে তাইনা?????
এবার আসি গার্মন্টস এর দিকে আমার বেশি কিছুই লিখতে হবে না আপনারা আমার থেকে দুই লাইন বেশি ই জানেন। মরেছে তো ওই গরীব ঘরের সন্তানরা যারা খেয়ে না খেয়ে সংসারের জন্য দুই টাকা রোজগার করে চলে। মরেছে তো মরুক আমার তো কিছু হয়নাই!!!!
এখন আসি আজকের ঘটনায় একটু আগে ফেসবুকে https://www.facebook.com/bddocs?ref=stream জানতে পারলাম কর্তব্যরত অবস্থায় ঢাকার দক্ষিণখানের একটি ক্লিনিকে নিজের সম্ভ্রম বাঁচাতে গিয়ে নৃশংস ভাবে খুন হয়েছেন ডাঃ সাজিয়া আফরিন (ইভা) ।
জীবন তো উনার গেছে আপনার তো কোন ক্ষতি হয় নাই তাহলে টেনশন কিসের?????
বলতে থাকলে হয়ত বলে শেষ করা যাবেনা এত ঘটনা রোজ ঘটতেছে। কিন্তু তাতে আপনার কিছু যায় আসেনা তাই না????? বিধি বাম আপনি এখন ভুল বললেন আপনার অনেক কিছু যায় কিভাবে?? যেই রাস্তা দিয়ে হেটে যাচ্ছেন নির্মনাধীন ভবনের এক টুকরো ইট আপনার জীবন প্রদীপ নিভানোর জন্য যতেষ্ট। কিনন্যাপ আপনার ছেলেমেয়ে ও হতে পারে। আপনার মেয়েকেও সহপাঠীরা ধর্ষন করে মারতে পারে প্রভৃতি প্রভৃতি হতে পারে যা আপনি চিন্তাও করেন নি!!!!!!!!
এখন তাহলে আপনার/আমার করণীয় কি????? আমাদের কি কিছুই করার নেই??? আমি নিজেও জানিনা অনেক ভেবেছি অনেক অনেক কিন্তু কিছু বের করতে পারিনি । কারন আমি সাধারন মানুষ সমাজের কোন উচ্চ পর্যায়ের লোক নই যে আমার কথা মানুষ শুনবে ।
তাহলে উপায়????
১৯৫২ সালে রফিক সালাম বরকত দিয়েছিলেন প্রাণ । যার বিনিময়ে এসেছিল ভাষা । ১৯৭১ ও বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়ে গড়েছিলেন এক স্বাধীন রাষ্ট্র। যুদ্ব পরবর্তী সময় দেশে অনেক সমস্যা ছিল। ছিল না অনেক বুদ্ধিজীবি তাই হয়তো আজ আমাদের এই অবস্থা ।
ওই সময় না হয় আমাদের দেশে বুদ্ধিজীবি ছিলনা। কিন্তু আজ আমাদের দেশে বিদেশে অনেক অনেক বুদ্ধিজীবি আছেন। তাদেরকে যদি প্রশ্ন করেন আপনি কি পারেন না দেশের জন্য কিছু করতে হয়ত উনি বলবেন আমি তো আর রাজনীতিবিদ নই, আমার পক্ষে একা কিভাবে কিছু করা সম্ভব?? আরো অনেক কিছু ........সবাই দেশকে ভালবাসে কিন্তু কেউই এগিয়ে আসতে চায় না !!!!!! কিন্তু কেন????? আপনাদের কেই বলছি যদি পারেন আপনারা সবাই এক হউন দেশের জন্য কিছু একটা করুন । আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটা বাংলাদেশ দিন যাতে আমরা একে আরও অনেক উপরে নিয়ে যেতে পারি ।
শেষমেশ আমি সাধারন জনগনের উদ্দেশ্যে বলব ওই মিছিল মিটিং কারা কারা করে??? কেন??? ক্ষমতার লোভ, টাকার লোভ তারা কি বাহিরের কেউ হয় আমি নয়ত আপনি ।
নিজেরা নিজ জায়গা থেকে প্রতিবাদ করুন যেভাবে পারুন । আমি আ্মার বুদ্ধিজীবি মহলের মানুষদের বলব আগামী নির্বাচনে আমার পরিবারের ৫০টা ভোট আপনারা পাবেন আর না হয় সবগুলো না ভোটে যাবে।
আর হ্যা ভুলে যাইয়েন না!!!!!! আপনি যেই মানুষ ই হোন না কেন এভাবে চলতে থাকলে
ভয় পাইয়েন না!!!!!! সামনে আপনার মরনের দিন আইতাছে Just Wait
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।