আমাদের কথা খুঁজে নিন

   

মা গল্প বল সেদিনের

যা ভাবি যতটুকু বুঝি অথবা আমার ভাবনাগুলি ১৬ ডিসেম্বর /২০০৭ মা-মুছেফেল চোখের জ্বল গল্প বল সে দিনের, আমি ধারণ করব সেসব আজীবন আমার বুকের ভিতর আর বিলিয়ে দেব সব স্রোতের মত পরবর্তী মানুষ গুলোর কাছে। ৩৭ বৎসর যে চলেগেল সময় আর হাতে নেই, দেখিনি যুদ্ধ, দেখিনি ত্যাগ, আমাদের জন্য তাই দিয়ে দাও সমন্ত কষ্ট, এবার আমাদের হাতে। এ দাগ মুছবার নয়। যদি ১০০ বৎসর চলেযায় , হয়তো থাকবে না কোন প্রত্যক্ষদর্শী। হয়তো থাকবনা আমিও।

যদি আবার কোন লুটেরা হানা দেয়! শত্রুদের দোসর যে আজও সক্রিয়, ওরা প্রস্তুত। তাই বল মা কষ্টে কথা, ক্ষেপিয়ে দাও মোরে যেন আমিও প্রস্তুত থাকি সবসময় মা তোমাকে রক্ষার জন্য। চোখে অগ্নিগিরী, হাতে বল্লম উল্কর মত সবই আছে প্রতিশোধের জন্য। স্ব-দেশ মা মাটি থাক নিশ্চিন্ত আমরা আছি প্রহরী। এমাটির গন্ধ, প্রকৃতি, খোলা মাঠমুক্ত আকাশ সাংস্কৃতি সবই আমার।

আমার স্বত্যাকে জাগিয়ে মাথা উচুকরে দাঁড়াব। অজস্র ক্ষুধা চারীদিকে, দেশ-মা তুমি দরিদ্র, চারীদিকে হাহাকার তবুও তুমি যে আমার মা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।