আমাদের কথা খুঁজে নিন

   

৩" সাইজের আমার আ্যন্ড্রয়েড পিসি

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে জ্বী, উপরের এইটা আমার সেই নতুন পিসির ছবি। বিস্তারিত বলার আগে এইটার কনফিগারেশটা দেখেনঃ CPU RK3066 Dual Core - Cortex-A9,Up to 1.6GHZ GPU Quad- Core 2D/ 3D/ OpenGL ES2.0(AMD Z430)/ OpenVG1.1 OS Android 4.1 RAM 1G DDR3 Memory 8GB Expand Micro SD T-Flash(Maximum support 32GB) Ports HDMI(male),Micro SD slot, USB host (full sizeUSB), USB power port(micro USB); LED(Blue) Unit Size (mm) 90mm*40mm*13mm এই কম্পিউটার ব্যাপক হারে জনপ্রিয়তা পাচ্ছে দেশে দেশে। এইটারে বলা হয় আ্যন্ড্রয়েড মিনি পিসি। নানান ব্র্যান্ড্রে চায়নায় বানানো হয় এইগুলো। এই ইউএসবি সাইজের স্টিককে লাগাতে হয় টিভির সাথে (এইচডিএমআই পোর্ট দিয়ে)।

এরপর আপনার টিভি একটি ট্যাবলেট পিসিতে রুপান্তরিত হয়। ব্রাউজিং, ফেসবুকিং, ই-মেইল, মুভি দেখা, মিউজিক শোনা ইত্যাদি সবই করা হয়। এর ইন্টারনেট বিল্ট ইন ওয়াই-ফাই, পাওয়ার কানেকশন ইউএসবি দিয়ে। সাথে ব্যবহার করার জন্য একটা ওয়ারল্যাস মাউস/কিবোর্ড কম্বো কিনেছি। আমারটার ক্লোজ-আপ ছবি চায়না থেকে শিপিং সহ কিনে আনতে পিসির দাম পড়েছে ৬৫$ আর রিমোটের দাম পড়েছে ২০$।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।