আমাদের কথা খুঁজে নিন

   

এবং বাংলাদেশ পিটায় পিটায় পোলার্ড বাহিনীর পিঠের চামড়া তুলে ইতিহাসের বৃহত্তম জয় তুলে নিল!

যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় এইবার! সিরিজ........ অভিনন্দন জানের জান বাংলাদেশ কে!! লাভ ইউ!! ১৬০, রানের হিসেবে আমাদের ইতিহাসেরই সবথেকে বড় জয় , পোলার্ড এন্ড কোং টের পাইছে এবার বাংলাদেশ কি জিনিস!! আরো বুঝব, সিরিজ জেতা যে বাকি আছে এখনো !! Moha khushi

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।