আমাদের কথা খুঁজে নিন

   

ইস কত্তো ভাল লাগতো যদি এমনটি হতো!

২৩ শে নভেম্বর, ২০১২ থেকে আমার ব্লগিং শুরু কোন একদিন সকালে ঘুম থেকে উঠে যদি শুনতাম দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন সকল দলের অংশগ্রহনে নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে পারস্পারিক আলোচনার মাধ্যমে সবার কাছে গ্রহনযোগ্য নির্বাচনের একটা উপায় বের করতে সক্ষম হয়েছে। সেই সাথে বর্তমান হিংসাত্বক রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সবাই মিলে দেশকে প্রকৃত অর্থে সামনের দিকে এগিয়ে নিতে সবাই নিম্নলিখিত বিষয়গুলোতে সম্মিলিতভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেঃ ১) আগামী নির্বাচনে যারাই পরাজিত হবে সাথে সাথে পরাজয় মেনে নিয়ে এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বিজয়ী দলকে অভিনন্দন জানাবে। ২) দেশের জাতীয় ইস্যুগুলোতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকারীদল বিরোধী দলের মতামতকে গুরুত্ব দিবে এবং দেশের সকল ধরণের উন্নয়ন কর্মকান্ডে সরকারীদলের পাশাপাশি বিরোধী দল সমান্তরালে ভূমিকা পালন করবে। এক্ষেত্রে পরস্পরের মধ্যে তুমুল প্রতিযোগীতা থাকবে তবে সেটির ভিত্তি হবে গভীর দেশপ্রেম এবং দেশের সেবায় আত্মনিয়োগে পরস্পরকে ছাড়িয়ে যাওয়ার প্রাণপণ প্রচেষ্টা। ৩) দেশের প্রধান অংগ গুলোকে অর্থাৎ বিচার বিভাগ, পুলিশ, প্রশাসন, দুদক, এবং মানবাধিকার কমিশনকে সত্যিকারভাবে রাজনৈতিক হস্তক্ষেপের আওতামুক্ত রাখা হবে।

৪) দেশের সকল বিশ্ববিদ্যালয় গুলোতে ছাত্র সংসদ চালু করে বিশ্ববিদ্যালয়গুলোর কলঙ্কজনক ছাত্র রাজনীতির অবসান ঘটানো হবে। সেই সাথে নতুন প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় গুলোকে নতুন নতুন নেতৃত্ব তৈরীর সূতিকাগার হিসাবে গড়ে তোলার চেষ্টা করা হবে। ৫) দেশের সকল ধরণের নিয়োগে রাজনৈতিক বিবেচনার পরিবর্তে মেধা ও দেশপ্রেমকে মূল্যায়ন করা হবে। ৬) সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া দূর্নীতির মূলোৎপাটন করা হবে। দেশপ্রেম ও নৈতিক শিক্ষার মাধ্যমে জনগনের মধ্যে দূর্নীতি বিরোধী প্রবল চেতনা জাগিয়ে তোলার চেষ্টা করা হবে।

৭) রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকা সত্বেও দেশের কল্যানের স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে সবাই ঐক্যবদ্ধ থাকা হবে এবং জীবনের সকল ক্ষেত্রে পরস্পরের প্রতি সহিষ্ণু মনোভাব দেখানোর বাস্তব সংস্কৃতি চালু করা হবে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।