বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা ... ১৯ শে ডিসেম্বর বাংলা ব্লগদিবসে আমরা রংপুর বিভাগের ব্লগারদেরও সম্মিলন ঘটতে যাচ্ছে। আমরা ইতোমধ্যে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে অবগত হয়েছি সারাদেশের মত রংপুর বিভাগেও অসংখ্য ব্লগার রয়েছেন। ব্লগ দিবসের এই সম্মিলনে আমার রংপুর বিভাগের প্রিয় ব্লগারগণ এবং গাইবান্ধার যুবায়ের ভাই অগ্রনী ভূমিকা পালন করবেন বলে আশা করছি। রংপুর বিভাগের ব্লগার দের নিয়ে আমরা ১৯ ডিসেম্বর এক হতে যাচ্ছি দেশের ঐতিহ্যবাহী ইন্দো স্যারাসনিক স্হাপত্যে অক্সফোর্ড ভিলেজের আদলে গড়া কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজে। রংপুর বিভাগের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্লগাররা কি আসছেন তো? ব্লগ দিবস পালন করার জন্য আজ সন্ধ্যায় ২য় বারের মত আমরা বসেছিলাম।
আজকের মিটিংয়ে আয়োজন সম্পর্কিত চুড়ান্ত আলোচনা, সেগমেন্ট ঠিক করা হলো। এ ব্যাপারে আমরা সবাই একমত যে রংপুর বিভাগের সকল ব্লগারদের সম্মিলনের উপলক্ষ্য হতে পারে ১৯ ডিসেম্বরের বাংলা ব্লগ দিবস। আজকের ২য় বারের আলোচনায় কনফার্ম ব্লগারদের উপস্হিতি ঠিক করা হলো। সারাদেশের মত আমরা রংপুর বিভাগের ব্লগাররাও ১৯ তারিখের ব্লগ দিবসে পিছিয়ে থাকতে চাই না। রংপুর বিভাগের সকল ব্লগারদের উপস্হিতিতে ব্লগ দিবস প্রাণবন্ত হোক এই প্রত্যাশা করছি।
ব্লগ দিবস সফল করার লক্ষ্যে একটি অস্হায়ী আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নির্দিষ্ট নিয়মে নিবন্ধনের মাধ্যমে রংপুর বিভাগের সকল ব্লগার ব্লগদিবসে অংশগ্রহণ করতে পারবেন।
বিনীত..
মাহতাব সমুদ্র (আহবায়ক)
০১৭১৮৯৭০৩৬১
নিবন্ধনের জন্য যোগাযোগ-
ইউসুফ শিমুল সদস্য (সচিব) ০১৭২২৯৬৭৭২১
সজিব তৌহিদ (যুগ্ম আহবায়ক)
যুবায়ের (যুগ্ম আহবায়ক)
সিরাজুল বাবু (যুগ্ম আহবায়ক) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।