আমাদের কথা খুঁজে নিন

   

শেষ আপডেট

শেষ আপডেট বিস্তারিত বিস্তারিত আবার তার ফ্যামিলি প্রতারণা করলো.. ৩ জন পরামর্শক দিয়ে আমাকে বলেছিল 28th Nov এর পরে মেয়ে কে দেবে। 28th তারিখ বিকালে তার ফ্যামিলি থেকে ওই পরামর্শকদের জানালো যে তাদের মেয়ে আমাকে কাছে আসবে না.. তারা রাজি করিয়ে ফেলেছে মেয়ে কে। ৩ জন পরামর্শক কল কনফারেন্স করে মেয়েকে আস্ক করলো বেপারটা সত্যি কি না..! মেয়ে জানালো এটা সত্যি না..কিন্তু তার বাবা হয়ত এই ডেট এর কথা জানেনা.. তার বাবা কে বলে ৩ জন পরামর্শক যদি নিয়ে আসে, তাহলে আসবে! ৩ জন পরামর্শক আমার কাছে মাফ চাইল তাদের অপারগতা জানিয়ে। অনেক বুঝানোর পরে 2 দিন কান্নাকাঠি করে (শুধূ আমাকে শুনিয়ে, আর সবার সামনে হাসি খুশী) মেয়ে রাজি হলো চলে আসতে.. তার সম্মতিতেই তাকে আনতে গেলাম.. ৪৮ hours না ঘুমিয়ে ৬ ঘন্টা মাইক্রো যাত্রা করে গেলাম! যাবার পরে মেয়ে বলে.. তার বাবা কে জানালে সে আসবে.. আমি বললাম কল দিচ্ছি কিন্তু কথা দিতে হবে যে মাইক্রোতে এসে বসবে.. সে বলল আসবে.. কল দেবার পরে তার বাবা বলল.. "আমি কিছু জানি না 28th এর ডেট সম্পর্কে (মিছে কথা), কিন্তু আমার মেয়ে যাবে না আমি না বললে.. আর কিছু দিন পরে মেয়ে কে আমি ওই ৩ জনের কাছে তুলে দেব আমার এখানে পৌছে দেবার জন্য.. তার আগে কিছু লিখিত চুক্তি হবে.. " আমি মেয়ে কে লাস্ট টাইম দিলাম, ৩ ঘন্টার ভিতরে মেয়ে হয় তার কথা রাখবে নয় আমাকে হারাবে ! এটাও বললাম যে তোর্ বাবাকে বল.. যা চুক্তি করার, যা বলার.. আমি সব করব কিন্তু মেয়ে কে আমার হাতে দেবার পরে..".. এই ৩ ঘন্টা মেয়ে mobile এ কান্নাকাটি করলো শুধূ.. তার বাপ কেও এই কিছু বলল না, আমার কাছেও আসলো না.. ৬ ঘন্টা পরে আবার ঢাকা তে ফিরে আসলাম.. খালি হাতে.. ১২ বছরের ভালবাসার (লাস্ট ১.১০ বছরের বউ) এক কঠিন প্রতারণা দেখে... যেই মেয়ে কে মাত্র ১ মাস আগে তার ফ্যামিলি ৬ ঘন্টা শিকল দিয়ে হাত বেধে রেখেছিল, বাধন ছাড়ার পরে যার প্রথম কথাই ছিল -" আমাকে সারাজীবন বেধে রাখলেও আমি যাব..", তার পিছুটান দেখে শ্রদ্ধা বোধ টা চুরমার হয়ে গেল..সেই সাথে ১২ বছরের অগনিত কষ্টের, স্বপ্নের ফসল আর আত্মবিশ্বাস। সেই সাথে একটা নতুন কষ্টবোধ শুরু হলো আজ থেকে.. মেয়ে টা খুব সৎ, আর তার এই সততা কে পুজি করে কতগুলো মানুষ প্রতারণা করতেছে, মেয়েটাও সেই খেলা থেকে বের হতে পারতেছে না.. আমাকে কোনো ও অপসন দিচ্ছে না । মেয়ে কে হয়ত তারা পাঠাবে.. মেয়ে তার সংসার ও পাবে..কিন্তু সম্পর্ক টা যেটার উপরে তৈরী হয়েছিল.. পারস্পরিক বিশ্বাস আর সমঝোতা, সেটাই হারিয়ে গেল মাঝ থেকে.. শুরু হোক আমার দ্বিতীয় জীবন...সবার কাছে মাফ চাই 4 টা পোস্ট দিয়ে বিরক্ত করার জন্য। শেষ টা হোক হেলাল হাফিজ এর কবিতা দিয়ে.. আর না হলে যত্ন করে ভুলেই যেয়ো, আপত্তি নেই৷ গিয়ে থাকলে আমার গেছে, কার কী তাতে? আমি না হয় ভালোবেসেই ভুল করেছি ভুল করেছি, নষ্ট ফুলের পরাগ মেখে পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি, কী আসে যায়? এক জীবন কতোটা আর নষ্ট হবে, এক মানবী কতোটা আর কষ্ট দেবে! -কবি হেলাল হাফিজ


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।