আমাদের কথা খুঁজে নিন

   

হায় ফেসবুক! তোমার বুকে কী সিঙ্গেল সুন্দরী নাই!

"You may like a situation which is not good for you And You may dislike a situation which is good for you." (Al- Quran) একবার হেডসেট লাগিয়ে টুইটারে ঢুকলাম। কই কোন কিচিরমিচিরতো শোনা যায় না! তার উপর খেয়াল করলাম এটার ক্যারেকটারও কম! বিরক্ত হয়ে ফেসবুকে ঢুকলাম। এটার নাম অনুযায়ী হেডসেট রাখার কোন প্রয়োজন নাই। তাই হেডসেট খুলে ফেললাম। কিন্তু হোমপেজে অন্যদের স্ট্যাটাস পড়া শুরু করতেই অনুভব করলাম আমার হেড সেট হয়ে গেছে! বাহ্! ভাল জিনিস তো! হোম পেজ থেকে আমি যতই নীচের দিকে নামলাম দেখলাম অনেক অনেক সুন্দর সুন্দর ফেস আছে! বাহ্ ভাল তো! ফেসবুকের নামে আর কাজে মিল আছে! এবার সুন্দর মুখ গুলোর হয়্যারএ্যাবাউটস এর জন্য আমি তাদের এ্যাবাউটে ক্লিক করলাম।

কিন্তু আফসোস! ফেসবুকের সব সুন্দর ফেসই হয় বুক হয়ে আছে না হয় ফেক হয়ে আছে! বিরক্ত লাগছে। কী করব ভাবছি এমন সময় মোবাইল বেজে উঠল। শেরিলিনের কল। ভাবলাম হেডসেট লাগিয়ে ফেসবুকে অন্যদের ফেস দেখতে দেখতে কথা বলি!কোথায় কী! কল ধরতেই কিচিরমিচির শুরু করে দিল! আমি বললাম,”তুই ভাল টুইট করিস কিন্তু টুইটার আমার পছন্দ না। ফেসবুকে চলে আয়।

তাহলে আমি অন্তত বলতে পারব আমি ফেসবুকের এমন একটা সুন্দরী মেয়েকে চিনি যে এখনো সিঙ্গেল! শেরিলিন বলল,” আমি টুইটার পছন্দ করি। ইট হ্যাজ এ ডিফেরেন্ট ক্যারেকটার! ফেসবুকে আসব তখনই যখন সিঙ্গেল থেকে এনগেজড হব!” হায় ফেসবুক! তোমার বুকে কী সিঙ্গেল সুন্দরী নাই! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।