আমাদের কথা খুঁজে নিন

   

কেন দ্বায়বদ্ধতা জনগনের?

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব। স্বাধীনতার ৪০ বছরে কিছু শব্দ বদলে গেছে। আজ স্বাধীন বাংলায় রাজাকার মানে রাজকোষাগার, বিত্ত বৈভব তাদের দ্বারে। মুক্তিযোদ্ধা মানে মুক্তিহীন দৈন জীবন, পদে পদে হাহাকার গ্লানী। আজ স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারিতা, অন্যের অধিকার লুটেনেয়া। বিজয় মানে অপশক্তির সাথে আতাত করে টিকে থাকা। এভাবেই কি চলবে কলঙ্কিত জীবন? দেশ দশের লুটে নেয়া সম্পদে পরিপুস্ট রাজাকারদের সম্পদে মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন কেন নয়? অধিক দায় তো রাজাকারদের। তবে কেন দ্বায়বদ্ধতা জনগনের?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।