আমাদের কথা খুঁজে নিন

   

তুমি চলে যাবার পর

তুমি চলে যাবার পর ভরা বর্ষায় ও চৈত্রের রোদে পোড়ে আমার অনাগত ফসলের ক্ষেত একটি লতা গুল্ম ও জন্মে না সেখানে, সেখানে শুধু মৃত্যু আছে কোন জন্ম নেই জন্ম নেই ফুলের জন্ম নেই মৌপিয়াসীদের গুঞ্জনের পুনঃজন্ম নেই হেমন্তের শেষে আম্র মুকুলের এ যেন এক গভীর ষড়যন্ত্র একটি আগাছাও হবে না সেখানে, একটি ঘাস ফুল ও মুখ তুলে তাকাবে না সূর্যের দিকে | তুমি চলে যাবার পর আমার অরণ্যে মরক লাগে অঙ্গাত কারনে একে একে মরে যায় জারুল সেগুন গর্জন শিমুলেরা এখন আর বৈশাখে লাল হয় না সে বর্ষায় বেগুনী, এখন সব ম্লান ধূসর এখন রঙ্গিন সব ফুলের দিন শুধুই স্মৃতি; এখন পাখিরা বসে না মরা বৃক্ষের ডালে চুঁড়ই বাঁধে না বাসা নিপূন ঠোঁটে জোড়া শালিকেরা মাতে না পারিবারিক বাক্যলাপে, এখন শুধুই বাতাসের হাহাকার বৃক্ষহীন অরণ্যে এখন শুধুই অতলস্পর্শী ফাঁটল মাঠের নিস্ফলা বুকে |

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।