সত্য বানী
** আল্লাহুর সাক্ষাৎ চাইলে মানুষ কে ভালবাসতে শিখ ,
** নবীজির শাফায়াত চাইলে মানুষের সেবায় নিয়োজিত থাক ,
তার জীবনাদর্শ অনুসরন কর ।
** প্রকৃত জ্ঞানী গুণীদের সঙ্গ নিয়ে নিজেকে আলোকিত কর সাধনায় ।
** শিশুদের ভালবাসলে মনের পবিত্রতা বাড়ে ।
** সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা ধংশ করে ।
**দোলনা থেকে কবর পর্যন্ত বিদ্যা অর্জনের শেষ কথাটি নেই ।
**বিভ্রান্তি সৃষ্টি হত্তার চাইতেও জগন্য ।
**মানুষকে জানতে সমাজে মিশে যাও ।
**নিজেকে জানতে প্রকৃতির সাথে মানানসই হও ।
**মনকে জাগ্রত রাখ অপরের কল্যানে মানুষের দোয়া মিলবে ।
**মানবতার মুক্তি সততা ও সেবা দানে ।
** মায়ের পদতলে সন্তানের বেহেস্ত ,
** পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি , পিতামাতার দিকে সুনজরে তাকালে
কবুল হজের ছওয়াব মিলে ।
** গরিব নিঃস্বকে দান করলে সেই দান বেহেস্তের পরিচ্ছদ ।
** মুরুব্বি এবং আলেম দের কদর করলে আল্লাহ অল্প এবাদতে খুশি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।