মোড়লের এক ভাতিজা বিশাল বাড়ি বানিয়েছে। বাড়ি থেকে যা আয় হবে তা দিয়ে নাকি মোড়লের বাড়ির তেল সাবান কিনা হবে।
মোড়লের ভাতিজা এক "কানা" কে বাড়ি বানাতে দিলো।
"কানা" বাড়ি বানাল। গ্রামের বহু মহিলাকে কাজ দিলো।
কিন্তু বিধি বাম! ঝড়ে ওই বাড়ি উড়ে গেল। (কানা দেখতে পায়নি আসলে কি বানিয়েছে !!!)
গ্রামের মহিলা অর্ধেক মরে গেল।
ধাঁধা হল- এইবার বলির পাঁঠা বানানো হবে কাকে?
যদিও আগেই বলেছি মোড়লের ১০ ভাতিজার মধ্যে ৮ টাই চোর। তাই পাঁঠা বলি না দিয়ে হাল চাষ ও করাতে পারে।
ওহ এবার ও ধাধার শর্ত একটি ই-
মোড়লকে খুশি করতে হবে, মোড়লকে খুশি করতে হবে এবং মোড়লকে খুশি করতে হবে।
কে কে পারবেন দেখি হাত তুলেন...।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।