আমাদের কথা খুঁজে নিন

   

মহৎ মুশফিকুর রহিম, মানজার রানা ও নিহত শ্রমিকদের সম্মান করে জাতিকেই সম্মান দিয়েছেন আপনি!

যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। মুশফিকুর রহিম এই জয়কে মানজার রানা ও নিহত গার্মেন্টস শ্রমিকদের জন্যে উত্সর্গ করেছেন। আমি খুবই আনন্দিত হয়েছি এতে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ যে মানজার রানার নাম আন্তর্জাতিক গ্যালারির নামকরণ হয়েছে। অনার মায়ের সেরকমই ইচ্ছে বলে জেনেছি। জীবন থেকে আর কিছু নেবার নেই তাদের, এই মানুষগুলোর জন্যে এটাই প্রাপ্তি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।