আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগ: কুমিল্লায় ২৫ দিন; তবে ক্লাসরুমে! অবশেষে একদিন......

সামনে মহা লড়াই পেছনে মৃত্যু! ১. ১. ওয়ার সিমেট্রি নিয়ে একুশে টেলিভিশনে একটি অনুষ্ঠান দেখেছিলাম একুশে টিভির টেরিস্ট্রিয়াল সম্প্রচার আমলে। প্রায় আধঘন্টার একটি অনুষ্ঠান। তাই দেখে মনে করেছিলাম এটি বোধহয় অনেক বড় জায়গা। বাস্তবে দেখি আসলে তা নয়। প্রায় একনজরেই পুরোটা দেখে ফেলা যায়।

ভোরবেলায় খুবই পবিত্র আর নির্জন লাগছিল জায়গাটা। একটি ছোট টিলা জায়গাটাকে দুই ভাগে ভাগ করে রেখেছে। পেছনের অংশ সামনের অংশের মতই সবুজ, সুন্দর আর নির্জন। কলাপাতা রঙের ইউনিফর্ম পড়া পরিচ্ছন্নতা কর্মীরা পাইপ দিয়ে ঘাসে পানি দিচ্ছিল। ২. ২. ।

রুপভান টিলা। বিশাল বর্গাকার একটা সীমানা প্রাচীরের অস্তিত্ব বোঝা যায়। ঠিক মাঝখানে স্থাপনার ভগ্নাবশেষ। কুমিল্লায় যত্রতত্র এসব প্রাচীন স্থাপনার দেখা পাওয়া যায়। জায়গাটার বিশালত্বই এর আকর্ষণ! ৩. ৪. ৩-৪. বার্ড।

এটি তো একটি প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র। তবে এর ভেতরের পরিবেশ এটিকে একটি দর্শনীয় জায়গায় পরিণত করেছে। ৫. ৫. কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আমার দেখা সবচেয়ে উদ্ভট ক্যাম্পাস। এবড়োথেবড়ো জায়গায় উপর এলোমেলো কয়েকটা ভবন।

অবশ্য এখনো অসমাপ্ত। ৬. ৬. শালবন বিহার। কুমিল্লার সেরা দর্শনীয় স্থান। মজার ব্যাপার এর অংশগুলো নতুন ইট দিয়ে পুরোনো আদলে নতুন করে তৈরী!  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।