কিছু বলার মত নাই আপনাদের জন্য আজকে হাজির করলাম পুরাপুরি দুইহালি কৌতুক । এই বার দাত বের কইরা লুটুপুটু কইরা হাসেন আর হাসেন । আর হা কেমন হইছে জানাবেন না জানালে আর কৌতুক দেব না হুম্ম ।
1.
স্কুলের নতুন
শিক্ষিকা ক্লাস
এইটের ছাত্রদের
সাথে পরিচিত হচ্ছেন
প্রথম
ক্লাসেঃ আমি তোমাদের নতুন ম্যাডাম।
এসো তোমাদের
সাথে পরিচিত হই।
প্রথমে ছেলেরা একে-
একে দাঁড়িয়ে নিজের
নাম এবং একটা প্রিয় শখের
কথা আমাকে বলো।
প্রথম জন- আমার নাম
শাকিল, আমার
শখ পুকুরে পদ্ম দেখা।
দ্বিতীয় জন- আমার নাম লিটন, আমারও শখ
পুকুরে পদ্ম দেখা।
এভাবে সব ছাত্র
তাদের নাম বলল
এবং প্রিয় শখের
কথা বলল, পুকুরে পদ্ম দেখা।
শিক্ষিকা তো ছাত্রদের
আচরণে অবাক, এরপর
তিনি মেয়েদের দাঁড়
করালেন এবং নিজের
নাম ও শখের কথা বলতে বললেন।
প্রথম
ছাত্রীটি অত্যন্ত
লজ্জিত মুখে
উঠে দাঁড়ালো এবং
আস্তে আস্তে বললঃ >
>
>
>
>
> >আমার নাম পদ্ম
এবং আমার শখ
দিনে তিনবার
পুকুরে গোসল
করা...!
2.
তরুণী গটগট
করে কম্পিউটারের
দোকানটিতে ঢুকল,
হাতে দুটি ল্যাপটপ ।
সেলসম্যানের
সামনে গিয়ে তাকে ঝাড়ি দিয়ে বলল "আপনি কালকে আমাকে মিথ্যা বলছেন!:@"
সেলসম্যান
ভ্যাবাচ্যাকা খেয়ে বলল
"কি হয়েছে ম্যাডাম?"
"আপনি বলেছেন আমার এই
পুরনো ল্যাপটপের ফাইলগুলো নতুনটাতে কপি করতে পারব
কিন্তু
নতুনটাতে কপি হচ্ছে না:@"
"হবে না কেন ম্যাডাম!
আপনি এখনই করুন ,
না হলে আমি করে দিব" মেয়েটি পুরনো ল্যাপটপটিতে মাউস
সংযোগ দিল । এরপর
ফাইলগুলো সিলেক্ট করে Copy
তে ক্লিক করল এরপর খুব
সাবধানে মাউসটার সংযোগ
খুলে নতুনটাতে লাগিয়ে Paste এ ক্লিক করল ! এরপর বিজয়ীর
দৃষ্টিতে সেলসম্যানের
দিকে তাকিয়ে বলল
"দেখেছেন? হচ্ছে না!:@"
ঐ
ব্যাটা ততক্ষণে মাথা ঘুরিয়ে চিত্পটাংbr /> 3.
ভিক্ষুক:- স্যার..
আগে আপনিআমাকে প্রতিদিন
১০ টাকা দিতেন.. তারপর
প্রতিদিন ৫ টাকা দিতেন.. আর
আজ ক’দিন হলোপ্রতিদিন ১
টাকা দিচ্ছেন..
লোকটা br /> আগে আমি অবিবাহিত ছিলাম..
তারপর আমার বিয়ে হলো.. আর
এখন আমার
একটা বাচ্চা হয়েছে..
ভিক্ষুক:- ছিঃ .. আমার
পাওনা টাকায় সংসার
চালাচ্ছেন স্যার.
4.
পুরান ঢাকার টুলু বেপারির নতুন পয়সা হয়েছে। লেখাপড়া তেমন না জানলেও ব্যবসা বাণিজ্য ভালোই জানে বেপারি। পুরান ঢাকার আগামসি লেনে আলিশান দালান উঠেছে তার।
এখন একটা গাড়ি না হলে কি চলে। মহল্লায় তো মান সম্মান থাকে না। ঘিঞ্জি গলিতে গাড়ি ঢুকবে কী না সন্দেহ আছে, তবুও গাড়ি একটা কিনতেই হবে।
কাকরাইলের কার সেন্টারে একটা গাড়ি দেখে পছন্দ হলো টুলু বেপারির। পাড়ার বোচা ড্রাইভারকে নিয়ে সে গাড়ি কিনতে চললো বেশ ঘটা করে।
পাশের বাড়ির মুরুব্বি যাওয়ার সময় বললো: বেপারি, গাড়ি যে কিনবা মাগর খুব সাবধানে, আইজকালকার ড্রাইভারগুলা খুব চোর অয়। গাড়ির তেল তো চুরি করেই হালায় যন্তরপাতিবি চুরি কইরা বেইচা ফালায়, সাবধান।
কথাটা বেপারির মাথায় ঢোকে। গাড়ি কিনে ফেরার পথে টুকু বেপারি আয়েশি ভঙ্গিতে ড্রাইভার বোচাকে সে বললো, ওই বোচা, সিটটা ইটটু পিছায়া দে, আরাম কইরা বহি। ওই এউগা গান লাগা।
আচমকা গাড়ি একটু ঝাঁকুনি খায়। বেপারি প্রশ্ন করলো, আব্বে হালায় নয়া গাড়ি, ফাল পাড়ে ক্যালা?
ড্রাইভার বললো: না ফাল পাড়ে না, গাড়ির গিয়ার চেঞ্জ করলাম আর কি।
কথাটা শুনেই আচমকা বেপারি চেঁচিয়ে ওঠে, আমি গাড়িত বইয়া রইছি আর আমার সামনেই তুই গাড়ির গিয়ার চেঞ্জ কইরা ফালাইছস? হালার জালা, আমি গাড়িত না থাকলে তো তুই পুরা গাড়িই চেঞ্জ কইরা ফালাইবি। নাম, নাম হালায় গাড়িত্থে নাম। যা সিদা ভাগ।
চোর হালায়.....
6.
এক লোক সমুদ্রতীরে হাঁটতে হাঁটতে একটা পুরনো কুপি খুঁজে পেলো। ঘষতেই সেটা থেকে বেরিয়ে এলো এক জ্বিন।
জ্বিন বললো, হুকুম করুন মালিক। আপনার তিনটি ইচ্ছা আমি পূরণ করবো। তবে এতে একটা ব্যাপার আছে।
লোকটি জানতে চাইলো, কি?
জ্বিন বললো, আপনি যা-ই চাইবেন, আপনার প্রতিবেশী তার দ্বিগুণ পাবে।
লোকটি তার প্রতিবেশীকে দু'চোখে দেখতে পারতো না। তারপরও নিজে তো অন্তত পাবে এই ভেবে সে তার প্রথম ইচ্ছার কথা বললো, আমি একটা
ফেরারি গাড়ি চাই।
জ্বিন বললো, আপনার বাড়ির গ্যারেজে একটা ফেরারি গাড়ি রেডি হয়ে গেছে। কিন্তু আপনার প্রতিবেশী পেয়েছে দুইটি ফেরারি।
লোকটি বললো, ঠিক আছে, আমি এবার চাই ১ কোটি টাকা।
জ্বিন বললো, আপনার একাউন্টে ১ কোটি টাকা জমা হয়ে গেছে। কিন্তু আপনার প্রতিবেশী পেয়েছে ২ কোটি টাকা।
লোকটি এবার তার তৃতীয় ও শেষ ইচ্ছা বললো, আমি আমার একটা কিডনি দান করতে চাই।
7.
8.
employee: স্যার, আমাকে ডেকেছেন?
স্যারঃ হা,আমার বিশ্রামকক্ষে যাও আর হস্তমৈথুন করে এস।
employee: (কাজের শেষে), জি স্যার, করে এসেছি।
স্যারঃ যাও, আরও একবার করে এসো।
employee: (ঘাবড়িয়ে গিয়ে কাজ সম্পাদন করে এলো)......জি স্যার শেষ।
স্যারঃ যাও, আবার করে এসো।
employee: শরীরে আর কোন শক্তি নেই স্যার, মাফ করে দেন।
স্যারঃ খুব ভাল ,(গাড়ীর চাবি দিয়ে).........এই নাও, এবার আমার মেয়েকে বাসায় রেখে এসো।
কৌতুক গুলো কালেক্ট করা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।