য ইংরেজি বাক্যের বাংলা অর্থ বুঝা হলো আসল ব্যাপার । বাক্যের অর্থ বুঝলে Grammar পানির মত সহজ হয়ে যাবে ।
The US Navy has studied the possible of having people live beneath the ocean.
বাক্যের অর্থ : সমুদ্রের নীচে মানুষের বসবাসের সম্ভাবনার ব্যাপারে আমেরিকার নৌবাহিনী গবেষণা করেছে।
সমাধান: Possible অর্থ হলো ‘সম্ভব’। তাহলে the possible এর অর্থ দাড়ায় সম্ভবটি।
অথচ বাংলায় কিন্ত আমরা কখনো সম্ভবটি বলি না,
আমরা বলি “সম্ভাবনাটি” যেটার ইংলিশ হলো the possibility ,
তার মানে, Possible -এর বদলে Possibility হবে।
তাহলে এই বাক্যটি সমাধানের ক্ষেত্রে আমরা কোন Grammar যেমন কোনটি Subject , কোনটি Verb, কোনটি Adjective ইত্যাদির সাহায্য গ্রহণ করি নাই।
সুতরাং বুঝা গেল বাক্যের অর্থ বুঝলে Grammar সহজ হয়ে যায়।
ইংরেজী বাক্য বুঝে বুঝে পড়ার ক্ষমতা বাড়লে এই ধরনের প্রশ্নের উত্তর সাথে সাথে বের করা যায়। আর এই বের করার পদ্ধতির নাম হলো ‘‘খটকা পদ্ধতি’’।
কেননা বাক্যটি পড়লেই খটকা লাগবে। এই ধরনের আরো শত শত বাক্য আপনি পাবেন S@ifur's New Gramm@r বইটিতে। বইটির মূল্য ৩৫০ টাকা। যোগাযোগ সারোয়ার : 01713 432 019.
01822 705 797
China তে MBBS পড়ার সুযোগ । টিউশন ফি ছাড়াই Germany তে পড়ার সুযোগ পড়ার সুযোগ .
VISA তথ্য মেলা . Organized By S@ifur's . 23th to 30th November. For more info , সারোয়ার : 01713 432 019.
01822 705 797
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।