সুদের কারবার করতে করতে মানুষের গলা কাটতে কাটতে আর ভাল্লগেনা।
দেশের মানুষ ভালো নাই তেজারতের অবস্থা ও তাই কিন্তু আমাদের মাথার উপর বসে থাকা ব্যাংকের বড় কর্তাদের তাতে কি কিছু যায় বা আসে ? সিসি হিসাবে ১৩% এ দেয়া লোণের সুদ এখন ছিল সাড়ে ১৭% , পরশু নতুন সার্কুলার দিয়ে বলল এখন থেকে Mid rate 17.50% । যত existing loan আছে সবার রেট হবে Mid rate 17.50% +1.5 % = 19% । এই Mid rate কি তা একটু বলি, বাংলাদেশ ব্যাংক ব্যাংক গুলকে Mid rate ঠিক করে তা থেকে 1.5 % কম বেশি করার স্বাধীনতা দেয়। আর ব্যাংক গুলো পাবলিকরে লীক করে অ্যাই ফূটা দিয়া ।
বাংলাদেশ ব্যাংক হিশাব করে Mid rate ধরে তাই Public exploitation তারা খেয়াল করে না। কিভাবে মানুষ ১৯% সুদে টাকা নীয়ে ব্যাবসা করবে আমার বূঝে আসে না। Businessman রা কি ডাকাতি করবে ব্যাংকের সুদ ভরার জন্য ? Businessman দের গালি দেওার আগে আমাদের মত সুদখোর দের তিন টা গালি দেওা দরকার।
ব্যাংক ম্যানেজার হিসাবে আমরা হেড অফিস instruction follow করতে বাধ্য কিন্তু মন মানে না রে ভাই। আমরা তো হেড অফিস এ বসে পলিসি বানাই না আমরা কাজ করি গনমানুষ এর মাঝে, মানুষের কষ্ট আমরা বুঝি ।
কাল থেকে ভাবছি ছাঈড়া দিমু শালার চাকরি কিন্তু সাথে সাথে ভাবি চাকরি না করলে খামু কি!!! দুটো বাচ্চার বাবা আমি আমার দায়িত্ত অনেক। আমার লোভ ও অনেক (!?), দুয়ারে ২৩ লাখ টাকার গাড়ি, ছয় অঙ্কের বেতন , ভিপি (Vice President) নামের গাল ভরা পদবি !এত মোহ এত লোভ আমি দমাব ক্যামনে ? বয়স ৩৬ এখন নতুন করে কিছু শুরু করব তার ও সাহস নাই ।
তাই আমি কম্প্রমাইজ করি নিজের নপুংসক মানবিকতার সাথে , নিজের আত্মার আবেদন কে গলা ধাক্কা দিয়ে ঘাড় গুজে তামিল করি প্রভুর নির্দেশ ।
কার কি হল আমার তাতে কি যায় কি আশে। ?!
(আমার প্রথম পোস্ট সামুতে।
আপনাদের শুভও কামনা প্রত্তাশা করছি।
বিঃ দ্রঃ এখনে বলা প্রতিটা বর্ণ সত্য )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।