গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বলেছেন, তাজরীন গার্মেন্টের ঘটনা পরিকল্পিত। স্বরাষ্ট্রমন্ত্রীও গত মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে বলেছেন নাশকতার কথা। বিজিএমইএ সংবাদ সম্মেলন করেও ষড়যন্ত্রের কথা বলেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে এ ঘটনায় জামায়াত-শিবিরের সংশ্লিষ্টতা আবিষ্কারের চেষ্টা করা হচ্ছে। কিন্তু খোঁজ খবর নিয়ে জানা গেছে, তোবা গ্রুপের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন আওয়ামী লীগ সমর্থক একজন প্রভাবশালী ব্যবসায়ী।
তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর বিগত নির্বাচনেও তিনি আওয়ামী সমর্থিত প্যানেলের পক্ষে জোরালো ভূমিকা পালন করেছেন। দেলোয়ার হোসেন জামালপুর-৩ আসনের (মেলান্দহ-মাদারগঞ্জ) আসন থেকে নির্বাচিত এমপি ও জাতীয় সংসদের হুইপ মির্জা আজমের ঘনিষ্ঠ ব্যক্তি।
তাজরীন ফ্যাশন লিমিডেটের শ্রমিকরা জানান, তাজরীন ফ্যাশনের আগুনের ঘটনা পরিকল্পিত। কারণ এই প্রতিষ্ঠানটির নামে প্রায় ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ রয়েছে। শ্রমিকদেরও বেতন ভাতা বকেয়া রয়েছে বিশাল অংকের।
শ্রমিকদের বেতন ভাতাও নিয়মিত পরিশোধ না করায় প্রায়ই শ্রমিক অসন্তোষ দেখা দিত। বরাবরই বিক্ষোভ করে তাদের বেতন ভাতা আদায় করতে হতো শ্রমিকদের। আশুলিয়ার মূল সড়ক থেকে বেশ দূরে ও গ্রাম সাইডে হওয়ায় পত্রপত্রিকায় শ্রমিকের ওইসব বিক্ষোভের খবর তেমন একটা আসত না। একটি অনুসন্ধানি প্রতিবেদন
আগুন লাগার পর কলাপসিপল গেট বন্ধ করে দেয়া, অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার না করা থেকে অনেকেই সন্দেহ করছেন, ঋণ থেকে বাঁচার জন্যই পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে মালিকপক্ষ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।