আমাদের কথা খুঁজে নিন

   

“ Grammar না শিখেও মাতৃভাষার মত করে প্রশ্ন-উত্তরের মাধ্যমে ইংরেজি শেখার সহজ পদ্ধতি,,

য “Grammar না শিখেও মাতৃভাষার মত করে প্রশ্ন-উত্তরের মাধ্যমে ইংরেজি শেখার সহজ পদ্ধতি,, বিস্তারিত : সচেতন শিক্ষার্থী ও অভিভাবকগণ একটু মনোযোগ সহকারে নিচের ব্যাখ্যাটি পড়ুন । আমরা যখন শিশু ছিলাম প্রথমে আমাদের কথা বলা শুরু হয় মা, বাবা, ভাই,বোন অথবা ঘনিষ্ট আত্মিয় স্বজনদের সাথে কথোপকথন অথ্যা প্রশ্ন-উত্তরের মাধ্যমে। নিচের উদাহরণটি আরো গভীর ভাবে মনোযোগ সহকারে পড়ুন পুরো ব্যাপারটি পরিস্কার হয়ে যাবে। শিশুকাল :' একটি শিশু জন্মের পর পরই অস্পষ্ট ভাষায় কোন কিছু না বুঝেই মা-বাবার সাথে কথা শুনে শুনেই তার মুখ দিয়ে বের হয় ম,ব,মম,বব, A,N,M ইত্যাদি শব্দ গুলো। মা-বাবা : তখন পিতা মাতা গণ শিশুটির এই অস্পষ্ট শব্দ গুলিকে বার বার কথা বলার মাধ্যমে গুছিয়ে বলার জন্য চেষ্টা করেন।

অথ্যা কয়েক মাস পার হওয়ার পর শিশুটি সুন্দর ভাবে মা, বাবা, ভাই, নানা, দাদা ইত্যাদি পরিচিত শব্দ গুলি বলতে পারে। শিশুকাল : ঠিক এই ভাবে একটি সম্পূর্ন বাক্য বলার মধ্য দিয়ে নিজের মনের ভাব প্রকাশ করার জন্য একটি শিশুর প্রায়ই ৫-৬ বসর সময় লাগে। উদাহরণ স্বরূপ আমি এক গ্লাস পানি পান করতে চাই, অথবা I want a glass of water to drink. অর্থা একটি বাক্য মাসের পর মাস , বছরের পর বছর অস্পষ্ট ভাষায় প্রশ্ন-উত্তরের মাধ্যমে বলতে বলতে এবং শুনতে শুনতে অবশেষে শিশুটি গুছিয়ে একটি বাক্য বলতে পারে অর্থা মনের ভাব প্রকাশ করতে পারে। একটু খেয়াল করুন : এভাবে এক জন মানুষ ইংরেজিতে কথা বলতে পারে, বাংলাতেও কথা বলতে পারে এমনকি পৃথিবীর সব ভাষাতেই কথা বলতে পারে। আমি এক গ্লাস পানি পান করতে চাই অথবা I want a glass of water to drink . এই কথা গুলি বলার জন্য আমরা শিশুটিকে কখনোই কারক, সমাস, পদ, বচন অথবা Tense,voice, Subject, Verb ইত্যাদি Grammar শিখাই নাই।

অর্থা শিশুটি যখন মা, বাবা, ভাই, বোন, Mother, Father, Uncle ইত্যাদি শব্দ গুলো বলা শিখতে ছিল তখন কিন্তু আমরা তাকে Grammar শিখাই নাই যেমন : Mother হলো এক বচন বা Singular Number, I মানে Subject বা কর্তা ইত্যাদি। সুতরাং বোঝা গেল যে, Grammar না শিখেও মাতৃভাষার মত করে প্রশ্ন-উত্তরের মাধ্যমে ইংরেজি শেখাটাই হলো আসল পদ্ধতি । দেশ-বাসী ইংরেজি শিখবে যদি স্কুল লেভেল থেকেই বাচ্চাদের Spoken এর উপর Practical করানো হয়। Grammar শিখে আমরা বাঙ্গালীরা হইতেছি ট্ন্ডু। আশ্চর্যের বিষয় হচ্ছে ১০-১৫ বছর Grammar পড়েও ইংরেজিতে অনার্স, মাস্টার্স করার পরও “Myself,, নিয়ে ১০-১৫ মিনিট ইংরেজিতে কথা বলা চালিয়ে যাওয়ার যোগ্যতা আমাদের কত জনেরই বা আছে।

S@ifur's এর E@sy এবং Advanced Spoken Course এ মাতৃভাষার মত করে প্রশ্ন-উত্তরের মাধ্যমে সহজ ভাবে ইংরেজি শেখানো হয়। এর চেয়ে সহজ ভাবে ইংরেজি শেখার কোর্স পৃথিবীতে আর নেই ১০০% গ্যারান্টি । ১০-১৫ বছর স্কুল-কলেজ ভার্সিটিতে বহু Grammar শিখার পরেও যতটুকু না ইংরেজি শিখতে পেরেছেন তার চেয়েও বেশী ইংরেজি শিখতে পারবেন S@ifur's এর E@sy এবং Advanced Spoken Course করার মাধ্যমে। Total Class = ২৪, সময় ২-৩ মাস, সাথে আছে Language Club । ১০-১৫ বছরের চেয়ে ২-৩ মাস মোটেও খুব বেশি সময় না।

ভুল পদ্ধতিতে বছরের পর বছর পড়ার চেয়ে সঠিক পদ্ধতিতে ২-৩ মাসে ইংরেজি শেখাটাই হলো আসল ব্যাপার । একজন শিশুর ইংরেজি শিখতে ৫-৬ বছর লাগে সেখানে আমাদের লাগবে ২-৩ মাস। কেননা ১০-১৫ বছর Grammar পড়ার মধ্য দিয়ে আপনাদের মধ্যে একটা Basic Level তৈরি হয়ে গেছে। আর সেই ভুল পদ্ধতিতে গড়ে উঠা ইংরেজির Basic Level থেকে ইংরেজিতে Strong Level তৈরি করার জন্যই আপনাদের দরকার S@ifur's এর E@sy এবং Advanced Spoken Course অর্থা ২-৩ মাস। For more info Sarowar : 01822 705 797, 01713 432 019. ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।