সবাইকে শূভেচ্ছা
একটি ক্যামেরা কিনতে হলে প্রথমত ক্যামেরা আর ফটোগ্রাফির উপর বেশ ভাল জানা লাগে। গত প্রায় ছয় মাস ধরে ব্লগের ফটোগ্রাফার দের বিভিন্ন লেখা, টিউটোরিয়াল, অনলাইন ভিত্তিক পরাশুনা করে আর সর্বশেষ কয়েকজন এ বিষয়ে অভিজ্ঞদের সাথে আলোচনা করে শেষপর্যন্ত পছন্দ হল Nikon D7000 with 18-105mm আর Canon 7D with 18-135mm। অবশ্য বাজেটও এ ক্ষেত্রে একটা বড় বিষয় ছিল।
সর্বশেষ দুজন DSLR বিষয়ে অভিজ্ঞ ফটোগ্রাফারের সাথে সরাসরি কথা বলে শেষ পর্যন্ত ডিসিশন নিলাম Nikon D7000 with 18-105mm কিনবো। আপাতত কিট লেন্স ১৮-১০৫মিঃমিঃ দিয়ে নিচ্ছি।
এই শুক্রবার যাব আমার বহু স্বপ্নের ক্যামেরাটি আনতে। মনে হচ্ছে নতুন আরেকটা বিয়ে করে ঘরে নতুন বউ আনতে যাচ্ছি
তবে সবশেষে আপনাদের সাথে বিশেষ করে এই ব্লগের ফটোগ্রাফার বড় ভাইদের সাথে একটু পরামর্শ না করে পারছি না। এতদিন ধরে এই ব্লগের যে ভাইদের ক্যামেরা আর ফটগ্রাফির বিভিন্ন লেখা পড়ে অনেক কিছু শিখেছি আজকে আমার ক্যামেরা কেনার সময় তাদের সাজেশন না পেলে সত্যি খুবই খারাপ লাগবে। প্লিজ......
আরেকটি বিষয়ে আপনাদের সাহায্য দরকার- Lens Filter কোনটা নিলে ভাল হবে একটু details বলবেন প্লিজ। আর আপাতত Backpack না নিয়ে নরমাল সাইড ব্যাগ নিলে কোথা থেকে কি নেয়া লাগবে জানাবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।