তার চোখে রাত নেমেছে। মনের কোণে জমানো শিশির শুকিয়ে যাবার আগে বলে গেছে, ফিরে আসবে ওরা। নির্ভার মিথ্যাশ্বাসে ঘুমিয়ে পড়ার আগে তপ্তজল ছুঁয়ে গেছে তার চিবুক। ঘুমন্ত শৌশবে তার ফেরা হয়েছিলো কীনা জানা হয়নি। কৌশরের গন্ডিতে বাধা পড়েছিলো কীনা, জানিনা তা-ও। ঠোঁটের কোণে চিলতে হাসিটুকু দেখে বোঝার উপায় নেই সে এক ঝরা ঝিনুক। ইউনির চত্বরে উদগ্রীব গ্রীবা যে প্রতীক্ষিত খুশিতে নেচে উঠেই দব করে নিভে গিয়েছিল, দলিত সুখের সেই নির্ঘুম চোখে আজ রাত নেমেছে, ক্লান্তি ঝরেছে, ঘুম জমেছে জমুক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।