আমাদের কথা খুঁজে নিন

   

মোর প্রথম আম্রিকা ভ্রমন...কাজের ফাকে সংগৃহীত কিছু চিত্র... পর্ব - ১

We make a living by what we get, we make a life by what we give প্রথম ছবি ব্লগ! ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেইখেন কয়লাম। পেটের তাগিদে কাজ আর কাজের তাগিদে লন্ঠন হইতে আম্রিকা। ভিসার সমস্যা লই আর মনেরে বান্দি প্ল্যানে উঠি গেলাম। ওমা, প্ল্যান তনে নামি দেখি বিশাল কাজ কারবার! নাইমাই আপ্নেদের লাগি কিছু ফটো তুলিলাম। না, মুই লাস-ভেগাস আর নিউ্ইয়র্ক জাবার পারি নাই তই ইন্ডিয়ানাপোলিস নামক এক জায়গায় গিয়া পরছি...এই নাম কইলাম আমি আগে হুনি নাইক্কা... মিনিয়ানাপোলিস বিমানবন্দরে ফ্রেন্চ বেকারি...শালার ফ্রেন্চ..লন্ডনে পুরা ভরপুর।

আম্রিকাতেও... বেপার কি। এখানে মুচি কই থেইক্কা। বন্দরের ভিতরেই...আমার ইচ্ছা আছিল কিন্তু কেডস্ পালিস করামো কেমনে! কি ব্যাপার..আমিতো মনে করছি..এইডা.আমার ল্যাইগ্যা...হালার...শেষমেশ ক্যাব ধরন লাইগছে...এইডা ইন্ডায়ানাপোলিস..আমার ফাইনাল ডেস্টিনেসন...!!! মোর সিন্গেল বেড দিলেই চলে...এইডা তো দেখি বেপক বড় বিছানা! সকালে উঠিয়া হাটিতে গেলাম...ওমা, ইহাতো দেখি একখানা বাস..সাইকেল ক্যারিয়ারটা বেশ মনে লাইগছে। ঠিক হইল, জাদুঘরে যামু...জাদুঘরের ছবি তুলি লাইছি! এইডা একটা সুন্দর স্হাপত্য...আরো জানিবার থাকলে, এইখানে গুতান। Indiana War Memorial Museum এইডা, আপ্নার জন্যি...লাইফ সাইজ হ্যালিকপ্টার উইথ ম্যাশিনস! কিসের ম্যাশিন বুঝতেই পারছেন.... আমার প্রিয়..মনে লয় গ্লাস ভাইঙ্গা এইডার চুমা দেয়.. আরো কিছু ছবি আছে।

আশা করি খুব শীঘ্রই পর্ব - ২ লিখতে পারব। আশা করি আপনাদের ভাল লাগবে..ব্রাউজ করার জন্যি ধইন্যা.... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।