লিখবো কি লিখবোনা করতে করতে বেশ কিছু সময় পার করলাম। ঘটনার সূত্রপাত আজ আমার এক বন্ধুর এসএমএস থেকে। এসএমএস পাঠালো এই লিখে যে "অমুক (নামটা লিখলাম না, তবে যতদুর জানি প্রাইভেট ভার্সিটি গুলোর মধ্যে ভালই) ভার্সিটি ৩য় শ্রে্ণীর। আমার প্রতুত্ত্যরটি ছিল এরুপঃ
তুই কেন ১ম শ্রেণী করার পদক্ষেপ নিচ্ছিস না? কোন ভার্সিটি ই নিজে নিজেই ১ম শ্রেণীর ভার্সিটি হয়না। ছাত্র-ছাত্রীরাই একে ১ম শ্রেণীর ভার্সিটি করে তোলে।
তুই কতবার পরিচিতদের কাছে তোর ভার্সিটির ভালো কিছু রিপ্রেজেন্ট করেছিস?"
অনেকেই প্রাইভেট-পাবলিক বলে ধুয়া তোলেন। তারা কিসের ভিত্তিতে একটা বিশ্ববিদ্যালয় কে ১ম শ্রেণির বলে গন্য করেন? নিজস্ব বিলাসবহুল ক্যাম্পাস? হাইটেক সব ক্লাসরুম? বিশাল খোলা প্রাংগন? নাকি পড়াশোনার মান? আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যদি পড়াশোনা না করেন আপনাকে কেউ ভালো ফলাফল এনে দিতে পারবেনা। একই কথা পাবলিক ভার্সিটি এর জন্যও প্রযোজ্য। কোন বিশ্ববিদ্যালয় হয়তো হাইটেক ক্লাসরুম এর ব্যবস্থা করতে পারবে, কিন্তু ভালো ফলাফল শুধুমাত্র ছাত্র-ছাত্রীর পরিশ্রমের উপর নির্ভরশীল। অনেক ভালো ছাত্র-ছাত্রী পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ছে।
তাই বলে কি তারা খারাপ ছাত্র-ছাত্রী হয়ে গেল? আবার অনেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েও তেমন কোন ভাল ফলাফল অর্জন করতে পারলোনা। তাই কোন শিক্ষা প্রতিষ্ঠানের দোষ দেবার আগে নিজের ব্যাপারে ভাবা উচিত। আমি যেখানেই পড়িনা কেন আমার রেজাল্ট এবং আমার কাজ ই আমার বিশ্ববিদ্যালয় কে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।