আমাদের কথা খুঁজে নিন

   

ভিন দেশী ও আমাদের বাংঙ্গালী পোশাক – Foreigner and Our Bangali wear

আমি পেশায় এবং ণেশায় একজণ ওএব ডেভোলোপার. ঃ
– mindspeech.com অথচ আঢ়ং, ট্রেন্ডস ও ওড়াহ বা রোমানার মত এই দেশের কিছু কু’সন্তানেরা ধংষের পাল্লায় নেমেছে আমাদের সংস্কৃতী। অথচ যেখানে কি না এই ফ্যাশান হাউজগুলোর ভূমিকা হবার কথাছিল সারা বিশ্বে আমাদের এই বাংলার ঐতিয্য তথা সংস্কৃতি ফুটিয়ে তোলা। বড়ই আফসোসের ব্যাপার, খুব খারাপ লাগে। দেশকে ভালবাসতে না পারলে কি করে আমাদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা আসবে, কি নিয়ে গর্ভো করবো আমরা, আর কি ভাবেই ছড়াবে আমাদের সংস্কৃতি! আসলে নিজেদের দেশকে যারা ভাল না বাসতে পারে তাদের মত রাজাকারদর কাছ থেকে কিই বা আশা করা যায়! নিজের স্বার্থে এরা দেশকে যে কোন সময় বেচতে পারে। আর সরকার …কিছু বলতে চাই না এখন মেজাজ গরম হয়ে যায়।

যাই হোক, দূর্নীতি কোন দেশেই বা না হয় সধু অনুরোধ আমার সরকারের প্রতি, “রাষ্ট্রীয় শ্বার্থ দয়া করে আগে চিন্তা করবেন, দেশীয় সংস্কৃতিকে বাচান, সুর্নিদৃষ্ট নিতীমালা তৈরী করুন বাংলার ফ্যাশন হাউজ ও ফটোগ্রাফী এজেন্সির জন্যে,রাষ্ট্রীয় পদক্ষেপ নিন বর্হির বিশ্বে বাংলাকে ফুটিয়ে তুলুন”। – mindspeech.com Full article ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।