আমাদের কথা খুঁজে নিন

   

৯ উইকেটেও জিতে খুশি না। স্পিন উইকেত চাই। নে বাবা স্পিন উইকেট নে আর নাক তেল দিয়া গদাম( গথাম না) খ

আমার সাধ না মিটিল, আশা না পুরাল, সকলে ছাড়িয়া যায় মা ৯ উইকেটেও জিতে খুসি না। স্পিন উইকেট চাই। নে বাবা স্পিন উইকেট নে আর নাক তেল দিয়া গদাম( গথাম না) খ গত টেস্টে ৯ উইকেটে জিতেও ধোনি খুশি না। কেন? স্বাভাবিক ভাবেই ৯ উইকেটে জেতার পড় যে কোন দলের ক্যাপ্টেন অনেক খুশি থাকার কথা। তাঁরপর সেই দল যদি হয়ে যাদের কাছে ৪-০ তে ধবল ধলাই হইছে কয়দিন আগে।

যে কেও “৯ উইকেটেও জিতে সন্তুট নন ধোনি” শুনলে মনে করবে হয়তো ফিল্ডিং ভালো হয় নাই, না হয় বোলারারা অত ভালো করে নাই আর না হয় প্রথম ইনিংসে এক দুইজন ছাড়া ভালো কেও ব্যাটিং করে নাই আরও অনেক কিছু হতে পারে। না । পড়ে(লেখা পড়ার>> পড়ে) জানলাম ধোনি সন্তুষ্ট না কারন উইকেটে নাকি প্রথমদিন থেকেই স্পিন ধরে নাই। তাই কিউরেটররে হুমকি দিল এরপরের টেস্টে যেন এমন উইকেট বানায় যাতে প্রথম ইনিংস তো দুরের ব্যাপার যেন প্রথম বল থেকেই স্পিন ধরে। হায়! ধোনি যদি তখন জানত!! যে তাদের বিষে তাদেরই নীল হতে হবে।

তাইলে মনে হয় এই স্পিন পিচের জন্য কান্নাকাটি করতো না। (এরা আবার বিশ্বের ১ নাম্বার টেস্ট টিম হতে চায়। )। তাদের যেমন সাপ ঝাড়ার ওঝা আছে, অসিন আছে ইংল্যান্ডের আছে পানেসার, সোয়ান। তাদের ওঝা যেমন বিষ ঢালতে পারে ইংল্যান্ডের পানেসারও পারে।

২০ উইকেটের মাঝে পানেসার আর সোয়ান মিলেই নিলো ১৯ উইকেট। ভারত হারল ১০ উইকেটে। ধোনি এখন কি বলব? কান্নাকাটি শুরু করতে পারে যাতে পরের টেস্টে আর স্পিন পিচ না দেয়। তাইলে যে আবার নিজদেরে বিষেই নিজেদের নীল হতে হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।