আমাদের কথা খুঁজে নিন

   

আমি শধু দশ'টা জিবন কিনতে চাই!!!

। অনেস্টি ইজ দ্যা বেস্ট পলেসি। হে বাংলার জন প্রতিনিধিরা আমি শধুমাত্র দশ' জনের জিবন কিনে নিতে চাই। দয়া করে আমাকে সাহায্য করেন ,যাদের অবহেলায় শতাদিক জিবনের প্রদিপ নিভে গেলো তাদের দশ'জনের জিবনকে উৎস্বর্গ করতে চাই তাদের অকাল মৃত্যুতে। জি,বাংলার মেহনতি মানুষের পক্ষ থেকে আমি আমার এই আর্জি পেশ করে গেলাম।

আপনারাই নির্ধারন করে দিয়েছেন প্রতিটি জিবনের মুল্য এক'লক্ষ টাকা মাত্র। তাই আমি দশ'লক্ষ টাকা খরচ করতে রাজি আছি সেই খুনিদের খুনের সাস্তি নিশ্চিত করার জন্য। আপনারা তালাবদ্ধ করে জিবন্ত মানুষ পুড়িয়ে মারবেন। নিম্নমানের নির্মান সামগ্রি ব্যাবহার করে শত সহস্র মানুষের জিবনকে হুমকির মুখে ফেলবেন। তারপর এক'লক্ষ টাকার বিনিময়ে দ্বায়মুক্ত।

কি চমৎকার ম্যাজিক। আমি শুধু উপর থেকে মাত্র ৫ জন করে ১০ জনের জিবন কিনে নিতে চাই । আশুলিয়া এবং চট্টগ্রামের ঘটণার জন্য দায়ি ব্যাক্তিদের মধ্য থেকে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।