আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ আর পূজাতে ব্যানার নিয়ে কত ক্যাচাল, অথচ এতোগুলো পোশাক শিল্পী মরল কিন্তু শোকের ব্যানার কই?

আজকাল মশার কয়েল দিয়ে যেমন মশা মরে না ঠিক তেমনি আমার ব্লগিং দিয়ে এই দেশের কোনো উপকার হবে না :D খুব বেশি দিন আগের কথা নয়, এই কিছু দিন আগে ঈদ এবং পূজা একই সাথে পরেছিল। হুজগে বাঙালি ফেলো সুযোগ। সুযোগ হাতছাড়া করেনি কেউই। পুজার কয়েক দিন সামুকে হিন্দু করে রাখা হল এবং টিক দশমীর পরদিন ছিল ঈদ। তাই সামুকে মুসলমান বানাতে একটু দেরি হচ্ছিল দেখে সেইকি ক্যাচাল।

ক্যাচাল দেখে অনিতবিলম্বে সামুকে মুসলিম বানানো হল। নিয়মিত ব্লগার বলতেই তা জানে। সামু মোডারেটর কে শোক প্রকাশ করে ব্যানার দেওয়ার আহবান জানাচ্ছি। এই হিন্দু-মুসলিম সামু কেন আজকে এখনো পর্যন্ত নিরব? এখনো পর্যন্ত কেন শোক প্রকাশ করে ব্যানার দেওয়া হলনা? কিছুই তো করলাম না সোনার টুকরোর মতো এই পোশাক শিল্পীদের জন্য যখন তারা জীবিত ছিল। তাদের টাকাই আজকে বাংলাদেশের এই উন্নতি, এই আমি নেট ব্যাবহার করছি, আপনি আমার ব্লগ পড়ছেন, অথচ তাদেরকে দিলা্ম না ব্লগে ঠাই।

সামু মোডারেটর কে শোক প্রকাশ করে ব্যানার দেওয়ার আহবান জানাচ্ছি। "১৩০ জন মরছিস তো কি হয়েছে, তোরা যে ২০ লক্ষ কর্মী আসিস তোরা সবাই মারা গেলেও আমাদের চোখে পানি আসবে না। এই যে দেখছিস না, তোরা মারা যাওয়ার পরেও তোদের নিয়ে আমি এখনো কোন শোক প্রকাশ করে ফেসবুক স্ট্যাটাস দেইনি, অথচ এই আমি বিভিন্ন পূজা- ঈদে কত ধরনের স্ট্যাটাস দিয়ে থাকি্‌। উল্টো আরও একটা পজ মারা ছবি upload করছি। সামু মোডারেটর কে শোক প্রকাশ করে ব্যানার দেওয়ার আহবান জানাচ্ছি।

কেন করতে যাবো? তুই বেতন পেতি ২০০০ টাকা তার উপর ৩ মাসের বেতন বকেয়া, তোকে কে বলছিল মাথার ঘাম পায়ে ফেলে আই দেশের জন্য ফরেন ডলার নিয়ে আয়? এই দেখ না, তোর টাকাই আজ নেট চালাতে পারছি অথচ তোকে এই নেট জগতে ঠাই দেইনি, কেন দিব আমার বয়ে গেছে?আমার ঠেকা? তোদের নিয়ে স্ট্যাটাস দিলে আমার বন্ধুরা ছি ছি করবে। জানিস আমি গুচ্ছি, CK, Dolce n Gambanar পোশাক পড়ে ভাবে থাকি। কিন্তু আমি জানিনা যে, এই পোশাক গুলো তোর হাতে গড়া। তুই এই দেশের জন্য ডলার এনেসিস বলে কি রাজ্য উদ্দার করেসিস? জানিস না এই দেশে তোর মতো গুনিদের ভাত নেই? সে বঙ্গবন্ধু বলিস আর হাল আমলের ইউনুস বলিস। তবে যাই বলিস, তোরা জীবিত থাকার সময় যেমন করে দেশের উপকার করতি ঠিক তেমনি মারা গিয়ে কারও কারও ভীষণ উপকার করেছিস।

জানিসই তো এই দেশে গা্মেন্টস এর ছেয়েও টিভি চ্যানেল বেশি। তোরা মরে গিয়ে ভাল একটা খবরের উপাদান হয়েছিস। দেখিস আগামি কয়েকদিন তোদেরকে কি নিয়ে পরিমান মাতা-মাতি হয়। এই দেখ না আমি নিজেও হিটের আশা করে তোদের কে নিয়ে একটা পোস্ট করেছি। " আজকের এই পবিত্র ১০ ই মহরমে সবশক্তিমান যেন তোমাদের কে বেহেস্তে নসিব করুক, আমিন।

সামু মোডারেটর কে শোক প্রকাশ করে ব্যানার দেওয়ার আহবান জানাচ্ছি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।