আমাদের কথা খুঁজে নিন

   

মনে পড়ে...

মায়া লাগাইসে...পিরিতি শিখাইসে…দেওয়ানা বানাইসে… কি জাদু করিয়া বন্দে…মায়া লাগাইসে…...... আচ্ছা, তোমার কি মনে পরে? বলেছিলে ; তোমার জন্যে সব করতে পারব আমি বলেছিলাম; আমি তোমার সাথে হেটে হেটে কৃষ্ণচূড়া দেখব দুচোখ ভরে...যাবে আমার সাথে? কিন্তু তুমিতো আবার গাছ পছন্দ করনা!তাহলে ? > ঠিকাছে, তুমি যতখুশি কৃষ্ণচূড়া দেখো,আর আমি শুধু তোমার হাতটা ধরে রাখবো। >হুম,আমার যখন মন চাইবে তখন যদি তোমার প্রিয় সারের ক্লাস থাকে তাহলে?সেটা মিস করে আসবে আমার হাত ধরতে? > আরে স্যারের ক্লাস তো কতই করা যাবে, কিন্তু তোমার হাত ধরে হাটার সুযোগ তো আর সবসময় আসবেনা! স্যারকে বলবো, স্যার একজনের হাত ধরতে যাওয়া লাগবে...আপনার ক্লাস আরেকদিন করবো! > আচ্ছা শোন! আমাদের যখন বাসা হবে, গেইটের কাছে কিন্তু একটা কৃষ্ণচূড়া লাগাতে হবে। আর বাগানে দোলনচাপা থাকবে,আর শিউলিগাছ ঠিকাছে? > আচ্ছা। আর...? > ও আর একটা বটগাছ ও থাকবে আমাদের। > !!!ওরে বাপরে, এটাতো আমার বাড়ির বিশাল জায়গা দখল করে নিবে।

বটগাছ কি দরকার? >উফ!তুমি দেখনি বটগাছের পাতা কি সুন্দর লাগে যখন ওরা বাতাসে দোল খায়, বটের প্রত্যেকটা পাতা আলাদা ভাবে নড়ে। এটা কি তুমি দেখেছো? ও আমি কাকে কি বলছি! তুমিতো গাছই চেনোনা ঠিক মতো। শুনো, তোমার চিনতে হবেনা। আমার বটগাছ লাগবেই। পাকড় বট...এটা বেশী সুন্দর।

> (মৃদু হেসে) আচ্ছা ঠিকাছে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।