আমাদের কথা খুঁজে নিন

   

যদি না মরতেন তবে মৃতদের ফটো তুলতেন মোবাইলে

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে মানুষটা যদি না মরতেন তবে অন্যদের মত এখন মৃতদের ফটো তুলতে পারতেন মোবাইলে মানুষটা যদি না মরতেন তবে আমাদের মতই দেখতে পারতেন লাশের ফটো টিভিতে দেখতে পারতেন ফায়ার বিগ্রেড, মাতাল আগুন আর হাজার হাজার মানুষ মানুষটা মরে গিয়ে মিস করলেন তার পরিচয় উদ্ধারের জন্য সংগ্রামী স্বজন মানুষটা মরে গিয়ে স্রেফ একজন মানুষ-ই রইলেন দর্শক, প্রদর্শক, গ্রাহক, নাগরিক হবার তার আর কোনো সুযোগই রইলো না মানুষটা যদি এবার বেঁচে যেতেন সাক্ষাৎকার দিতে পারতেন বেঁচে যাওয়ার কাহিনী নিয়ে জানাতে পারতেন কিভাবে তার সহকর্মীরা পুড়ছিলো অথবা গার্ডারের নিচে ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছিলো জানাতে পারতেন তিনি একজন শ্রমিক অথবা শিক্ষক তার ব্যাজ নম্বর অথবা নাগরিক নম্বর অথবা নিজের একটা ফটো আইডি বের করে হাতেনাতে প্রমাণ দিতে পারতেন নিজের পরিচয় কিন্তু এখন আর কোনো সুযোগই রইলো না মানুষটা মরে গিয়ে বাকী বিশ্বকে রেখো গেলেন পরিচয়ের রহস্য উদ্ধারে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।