হে মহান সৃষ্টিকর্তা রাজ শুয়োর গুলাকে মানুষ করো। আমিন। এটা ফিলিস্তিনের গাজা নয়, নয় পাকিস্তানের লাহোর অথবা ইরাক, সিরিয়া , মিশর। এখানকার বাতাশে বিদেশী সৈন্যদের গোলা বারুদের গন্ধ ও নেই। তারপর ও কেন হাজারো মানুষের মৃত্যু চিৎকার? কেন শত শত লাশের মিছিল? কেন একদিনে ঝরে যায় এক সাথে অনেকগুলো প্রাণ পাখির মত ? এখন ও কি প্রধানমন্ত্রি তার মুচকি হাসির ছলে বলবেন সব ষড়যন্ত্র ? হয়তো নির্ষ্কমন্য বিরোধীদল আবালের/মূর্খের মত কোন মন্তব্য করে যাবে? কেউ জানবে না কেন ফ্লাইওভার এর মত বড় একটা প্রজেক্ট দলীয় জারজ রা পায়!! কেন আগুন লাগার পর ও গার্মেন্টস কর্মীদের বলা হয় এটা শুধুই একটা ফায়ার সার্ভিস এর মহড়া মাত্র!! এতগুলা প্রাণ এর অপচয় এরচেয়ে তো গাজা, মিশর, সিরিয়া ই ভালো, কারণ তারা নতুন সুর্যের অপেক্ষায় প্রাণ বিলিয়ে দেয়। আমাদের দেশে যা হয় কিছু শুয়োর এর রাজনৈতিক প্রমোদন মাত্র, অথবা কিছু লালা ঝরা গুইসাপ এর মাসিক উপার্জনের অংকটা আর এক সংখ্যা বাড়ানোর উপায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।