everything is fair in love and war তাজিয়া মিছিলের এই ছবি গত বছর ধানমন্ডি জিকাতলা থেকে তোলা । এর আগে কোন দিন তাজিয়া মিছিল নিজ চোখে দেখি নাই । হঠাত করে এমন জিনিস দেখে ত থতমত হয়ে গেলাম । তখন জিকাতলায় প্রায়ভেট পড়ি । ১০.৩০ এর দিক হঠাত রাইফেল স্কয়ার এর সামনে আসতেই দেখি এই ঘটনা । কয়েক যুবক জিজের পিঠকে এমন ভাবে আঘাত করছে ... আগে কোনদিন দেখেছি এমন ঘটনা মনে করতে পারি না ... এত ভিড় যে পালানোর ও উপায় নাই ... পরে লেকে ভেতরে যেয়ে নিজেকে শান্ত করলাম । তখনই নিজের কাছে থাকা মোবাইল দিয়ে এই ছবি দুইটা ক্যাপচার করা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।