আমাদের কথা খুঁজে নিন

   

ইটজ টু সিম্পল ম্যান!!!!

একদিন না চাইলেও মরে যাবো!!!! এ কোন দেশে বাস করি আমরা? বাঁচার কোন নিশ্চয়তা তো নাই-ই উল্টা মরার পর লাশ স্বজন দের কাছে ঠিক মতো পৌঁছাবে কিনা তারও কোন গ্যারান্টি নাই! আজিব এক দেশে আমরা বাস করি। এই দেশে মানুষের মরার জন্য গাযার মতো কোন অন্য দেশের হামলার দরকার নাই। দেশের মানুষ মারার জন্য আমাদের সরকার একাই যথেষ্ট, তা যে দলের-ই হোকনা কেন! দুর্নীতির জন্য হোক বা স্বজন প্রীতি হোক অথবা আর যে কারনেই হোক আমরা রাস্তায় মরবো, অফিসে মরবো, ঘরে মরবো, বাইরে মরবো, পুড়ে মরবো, ডুবে মরবো... কখনো আমাদের মাথায় কিছু ভেঙ্গে পরবে আবার কখনো আমরা নিজেরাই অন্যের ঘাড়ে গিয়ে আছার খেয়ে ধুরুম করে পড়ে মরবো। যেভাবেই হোক মরতে আমাদের হবেই। আর যদি কোন কারনে না মরি তাইলে প্রতিবাদ করা দূরে থাক কষ্টও পেতে পারবনা।

পাছে যদি সরকার বাবাজি ক্ষেপে যায়! যদি ধরে নিয়ে জেলে পুরে দেয়!! বাপরে বাপ। কি দরকার? আমরা ভাই খুব সহজ সরল গোবেচারা টাইপের মানুষ। খাই দাই গান গাই তাইরে নাইরে নাই...। মাঝে মাঝে মানুষের মৃত্যু দেখে হাহুতাশ করি, নির্বাচনের সময় এলে চোখ বুজে সৃষ্টিকর্তার নাম নিয়ে কয়েন টস করে যেকোনো একদলের মার্কায় ভোট দেই। এতো ভেবে কাজ কি আমাদের??? যে দলই আসুক আমাদের তো কোন বাঁচা বাঁচি নাই।

আমরা মেঙ্গো পিপলরা গণহারে মরবোই। আরে ভাই এতো কথার কি আছে??? আমরা জন্মেছি মরার জন্য। আল্লাহ-র মাল আল্লাহ্‌ নিয়ে যাবে, তাতে সরকারের কি দোষ??? ইটজ টু সিম্পল ম্যান!!!! (cow-কে হেয় করার জন্য এই পোস্ট করা হয়নি। মনের দুঃখে বনবাসে যেতে না পেরে ব্লকবাসে এসে একান্তে কিছু কথা বললাম। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তবে তার জন্য মাফ কইরা দিয়েন গো ভাই/আফা।

) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।