আমাদের কথা খুঁজে নিন

   

১০ই মহররম এর বিভীষিকা...

পৃথিবীতে এসেছি, চিহ্ন রেখে যেতে চাই ...... মহররম মাসের এই দিনটা নিঃসন্দেহে আবার প্রমান করল যে, দিনটা তৈরী হয়েছে দিনটাকে সুখসৃতি অথবা দুঃখস্মৃতি দিয়ে মনে রাখার জন্য। কখনো ভাবিনাই যে ঘটনার ভয়াবহতা এত দূর পর্যন্ত গড়াবে। এরকম ঘটনা ত এর আগেও অনেকবার ঘটেছে, এর আগেও অনেকবার অনেক তাজা প্রাণ অকালে ঝড়ে গিয়েছে। ভেবেছিলাম হয়ত গার্মেন্টস এর অনেক ক্ষয়ক্ষতি হবে, অকাল মৃত্যু কোনভাবেই প্রত্যাশিত ছিল না। যাইহোক ঘুম থেকে উঠেই যখন একটা ছুটির আমেজ নিয়ে দিনটা কাটানোর পরিকল্পনা করছিলাম আর সেইসাথে পত্রিকার পাতায় চোখ বুলাচ্ছিলাম তখন আবিষ্কার করলাম যে, প্রতিটা অক্ষর আমার চোখ থেকে পানি বের করে নিচ্ছে।

কি অদ্ভুত ! ওরা কিন্তু কেউ আমার ভাই না, কেউ আমার বোন না , ওদের মধ্যে কেউ আমার বাবা ছিল না, কেউ আমার মা ছিল না। তাহলে কিসের টানে আমার চোখ থেকে পানি পড়ছে???? হটাত করেই নিজের মধ্যে প্রচন্ড জেদ কাজ করল, পরক্ষনেই ভাবলাম লাভ নাই। এরকম ঘটনা এর পরেও আরও ঘটবে। আরও লোক মরবে। সরকার এর পক্ষ থেকে ওদের পরিবার কে ১ লাখ টাকা দেয়া হবে।

এইটা প্রহসন নাকি সান্তনা !!!!!!! একটা তাজা প্রাণ এর বিনিময় কি কখনো টাকা হইতে পারে?????? আমরা ১ লাখ টাকা চায়না, আমরা চাই নিরাপত্তা যেন এরকম অনভিপ্রেত ঘটনা আর না দেখতে হয়, আর চাইনা গরীবের মৃত্যুতে নিজের চোখের পানি ফেলাতে। একদিনে এত মানুষের একসাথে মৃত্যু নিঃসন্দেহে বিরল ঘটনা। দিনটা সন্দেহাতীতভাবেই জাতীয় শোক দিবস হবার দাবি রাখে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।