আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের ছবি :: Our Film (আজ বুধবার সন্ধে ৬টায়। কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী, শাহাবাগ।)

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল... ছবিগুলি আমাদের ক্যামেরার ভাঙ্গা টুকরো। জীবনের ছন্দ-ছবিসহ আমরা আপনাদের সাথে আরো নিবিড় হবো। বাস্তবতার কপালে টোকা খেয়ে আমরা একে একে অনেক উঁচু থেকে নীচে পড়ে যাবো,ক্যামেরা-সময়-সম্পর্ক আর আমরা চুরমার হয়ে যাবো। ভাঙ্গা ক্যামেরার টুকরো কুড়িয়ে নিতে আপনার হাত কেঁপে উঠবে। অনন্ত একাকীত্ব থেকে মুক্ত হবো। চলচ্চিত্রসমূহঃ ইত্তুকগুলা চাঙমা - How can I become Bengali ! (১০মি.) রেশমি আহমেদ - আমার প্রতিবাদ (৫০মি.) মাহবুবুর রহমান - My both hand (১০মি.) সাইফুল ওয়াদুদ হেলাল - বাংলাদেশের হৃদয় (৩২মি.) নুসরাত খান - Join the Fight (০৬মি.) শামিম আক্তার - পাহাড় থেকে সমতল (১০মি.) শামিমা বিনতে রহমান - Song of Unsung (২২মি.) সাইফুল ইসলাম জার্নাল - গণদাবী (০৮মি.) মোল্লা সাগর - জয় বাংলা (৬৯মি.) চলচ্চিত্র প্রদর্শনীঃ গণগ্রন্থাগার মিলনায়তন, শাহবাগ, ঢাকা ৫ জুন, ২০১৩, ৬টা - রাত ৯টা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।