আমাদের কথা খুঁজে নিন

   

মাসে লাখ টাকা ইনকাম করেন এমন কয়জন প্রবাসী ব্লগার আছেন সামুতে ?

কলম চালাই ,এইগুলো লেখার পর্যায়ে পরে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে :) ব্লগের বয়স বছরের উপরে দেখালেও নিয়মিত লিখছি ১৭ আগস্ট ২০১২ থেকে :) ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ আমি জানি অনেকেই আছেন । যারা একটু পুরানো তাদের হেসে খেলে সব খরচ গিয়েও ছয় ডিজিটের ইনকাম থেকে যায় । আচ্ছা এখন যদি দেখেন আপনার সামনে একটা ফুটফুটে শিশু অন্তিম যাত্রায় । আপনার এক মাসের লাখ টাকার এক দশমাংশ দিয়ে দিলেও সে শিশুটা বেঁচে যায় । আপনি কি তা করবেন না ? অবশ্যই করবেন জানি ।

এরকম মাত্র ১০০ জন দয়ালু ব্লগারের আজ খুব দরকার রুশানের । রুশানকে বাঁচাতে দরকার মাত্র ১০ ০০ ০০০ ( দশ লক্ষ টাকা ) আপনার আমার প্রবাসী ভাই / আপুদের মাত্র ১০০ জন ১০ ০০০ ( দশ হাজার টাকা ) করে দিলে বাবুটা বেঁচে যাবে । একটু কি এগিয়ে আসবেন ? প্লীজ ! রুশান বাবুটার ব্যাপারে আমার নতুন করে কিছু বলার নেই । এই মুহূর্তে স্টিকি পোষ্টে বিস্তারিত বলা আছে । রুশান সম্পর্কিত বিস্তারিত সব পোষ্টের লিঙ্ক ভিতরে দেওয়া আছে ।

জানেন , রুশানের বাবা নাকি রুশানের দায়িত্ব নেয় নি ! এতিম এই ছেলেটার জন্য আমরা কি কিছু করতে পারি না ? পারি । অনেকেই এগিয়ে এসেছেন । আমি বিশেষকরে লন্ডন প্রবাসী ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি । ওর চিকিৎসার জন্য ১০ লক্ষ টাকা প্রয়োজন । আমি কাব্যিক ভাষায় কিছু বলতে চাই না ।

সজাসাপটা কথায় বলি । বেশি না , মাত্র ১০ জন লন্ডন প্রবাসী ব্লগার আসুন না এগিয়ে ! প্লীজ । দশ জন মিলে ১০০০০ টাকা করে দিলে ( মাত্র ৭৫ স্টারলিং পাউন্ড , হয়তো আপনার আমার মাত্র একদিনের ইনকাম ) আমরাই দিতে পারি ১০০০০০ ( এক লক্ষ টাকা ) অনেকটা দূর ছিনিয়ে আনতে পারি রুশানকে মৃত্যুর কবল থেকে । হয়তো ভাবছেন , দুনিয়াতে কতো জায়গায়ই না কতো মানুষ এরকম অসহায় ! জানি । সত্য ! তবে বলি কি , আসুন না দেখি , সারা দুনিয়া তো বাঁচাতে পারব না ।

দেখি একটা শিশু বাঁচাতে পারি কি না ! লন্ডনের বাইরে অন্যান্য ব্লগাররাও প্লীজ এগিয়ে আসুন । স্টিকি পোষ্টে সাহায্য পাঠানোর বিস্তারিত উপায় বলা আছে । হাসপাতালের ঠিকানা , রুশানদের ফোন নাম্বার , ব্যাংক ডিটেইলস সবই আছে । সশরীরে রুশানকে দেখে আসুন ! হয়তো আপনিও কিছু করতে পারবেন তার জন্য । হোক না সেটা ২০ টাকার একটা নোট ।

তাতেই চলবে । আপনার মঙ্গল কামনা করছি । আর রুশান এর জন্য অনেক অনেক দোয়া রইল । ছোট্ট রুশানের জন্য আমাদের কিছুই কি করার নেই ? আমরা কি বাঁচাতে পারিনা ছোট্ট রুশানকে ! - জালিস মাহমুদ যার যা আছে তাই নিয়ে পথে নামো!!! কে কে পেইন্টিং করেন?চলেন এখনি বসে পড়ি রুশানের জন্য!!! কানভাসে যদি জীবনের রঙ ছড়াতে পারি, জীবনের খাতায়ও তুলির আঁচড় দিতে পারব ইনশাল্লাহ!!! তবে সময় কম!!! - ফারাহ দিবা জামান রুশানের পরবর্তী চিকিৎসার আপডেট............ - েণবুলা েমােশর্দ রুশান আর রুশানের মায়ের মুখে হাসি ফিরিয়ে দিতে চাই, আপনারা কি আমার সাথে আছেন? - রিমন০০৭ রুশান শুধু তোর জন্য... - একজন আরমান “রুশানের চিকিৎসার জন্য আয়োজিত চিত্র প্রদর্শনীতে ” আমার তোলা কিছু ছবি দিতে চাই । আমার বাংলার রুপ -১ *সূর্য *(ছবি ব্লগ) - সঞ্জয় ঢাকা রুশানের জন্য ভালোবাসা !! (একটি কাল্পনিক গল্প) - আপু তানভীর ঘুড্ডির পাইলট একজনকে কিছু বলতে চায় !!! খুব জরুরি সাময়ীক পোষ্ট - ঘুড্ডির পাইলট রুশানের জন্য ভালোবাসা ... হাত বাড়িয়ে দিন - srjony সকল ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি রুশান ও আমাদের ব্লগারদের পরবর্তী পদক্ষেপ বিষয়ক আলোচনা - আমিনুর রহমান আজ সারা বিশ্বে পালিত হচ্ছে ২০ তম শিশু অধিকার দিবস ( প্রেক্ষাপট – আমার বাংলাদেশ ও একটি শিশু ) - সঞ্জয় নিপু রুশান এর বিষয়ে সংগৃহীত সর্বশেষ হিসাবের বিবরণী - কান্ডারী অথর্ব যারা সাহায্যের হাত বাড়াতে চান- ইসমত রায়হানা।

সঞ্চয়ী হিসাব নং : ৩৮৩২ সোনালী ব্যাংক আব্দুর রব সেরিনিয়াবাত সড়ক, ( পুরাতন বি এম কলেজ রোড) শাখা, বরিশাল। রুশানের নানীর মোবাইল : ০১৭২৮-১৫১৮০৫ বিকাশ নাম্বারঃ ০১৯৬৭-৯৮৪৩৮৮ অথবাঃ নাজিয়া হাসান রুপু একাউন্ট নং ১২৭ ১০১ ২৬০ ৩১৭ ডাচ বাংলা ব্যাংক লিঃ Nazia Hasan Rupu A/C No. 127 101 260 317 Dutch Bangla Bank Ltd. বিস্তারিত পাবেন এখানে + সর্বশেষ হিসাবের বিবরণী ও এখানে সর্বশেষ হিসাবের বিবরণী অথবা এখানে রুশানের সাহায্যার্থে প্রাপ্ত অর্থের পরিমান ......আমিনুর ভাই যাদের সাথে এ ব্যাপারে কথা বলতে পারেনঃ শুরুতেই - শিপু ভাই - ( ০১৬৭১৩২৯৫১১ ) ১. আমিনুর রহমান (০১৭৫৫৩০৬০২১) ২. ব্লগার কান্ডারি অথর্ব (০১৯৩০০৭৪৯০১) ৩. ব্লগার srjony (০১৬৭৩২৫৮০৫৯) ৪. ব্লগার কাল্পনিক_ভালোবাসা (০১৭৬৪৩৪০৪৪৭) ৫. ব্লগার মেহেদী হাসান মাহী (০১৭৩৭৪৮৯৫৩৫) ৬. ব্লগার তামিম ইবনে আমান (০১৮২৯২৬০১৯০) ৭. ব্লগার সঞ্জয় নিপু (০১৬১৫৬০৫০০৫), ৮. ব্লগার একজন আরমান (০১৯১৮০৫০৫৮০) ৯. ব্লগার ঘুড্ডির পাইলট(০১৮৪৩৮৮৮৮৮১) এরা বিভিন্ন দায়িত্ব নিয়ে রুশানের জন্য চেষ্টা করে যাচ্ছে কোন রকম স্বার্থ ছাড়াই !! আসুন আমরা সবাই দোয়া করি যেন আমাদের এই চেষ্টা কিছুতেই বিফলে না যায় ! ছোট্ট রুশান আমাদের যেন কিছুতেই ছেড়ে না যায় ! আমিন !!! ( আমি জানি শিরোনামের কারনে হয়তো হিট আসবে , কিন্তু সেরকম মন্তব্য আসবে না দেখা যাক ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।