আমাদের কথা খুঁজে নিন

   

মর শালা বাংলাদেশীরা , তোরা মরবি পথে-ঘাটে,কুত্তার কামড়ে কারন তোদের বুদ্ধি বিক্রিত হয় সস্তার দামে আর ইতিহাস পরিবর্তিত হয় সময়ের আবর্তনে.........

(অনেক শোকে স্তব্ধ হয়ে হেড লাইন টা দিয়েছি) বন্দর নগরী চট্টগ্রামের বহদ্দারহাটে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্মাণাধীন ফ্লাইওভারের একটি গার্ডার (দুই পিলারের মাঝখানের কংক্রিটের বিম) রাস্তার ওপর ভেঙ্গে পড়েছে। এই ঘটনায় দুই সবজি বিক্রেতা গার্ডার চাপা পরে নিহত হয়েছে। আহত প্রায় ৩০ জন। এর মধ্যে প্রায় ১০ জন এখনো গার্ডারের নিচে চাপা পরে আছে। তাদের উদ্ধারে মান্ধাতার আমলের যন্ত্রপাতি দিয়ে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা।

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। উল্লেখ্য গত ২৯ জুন আরেকটি গার্ডার এভাবে ভেঙ্গে পরেছিল। জুমার সময় হওয়ায় সেদিন প্রাণহানি থেকে রক্ষা পেয়েছিল নগরবাসী। নিহতের সংখ্যা ৫ এ পৌঁছেছে ঘটনাস্থলের আশেপাশে পুলিশ কাউকে ভিড়তে দিচ্ছে না। সাংবাদিকদেরও না।

ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদেরও পুলিশ লাঠিচার্জ করে আহত করেছে, তাদের ক্যামেরাও ভেঙ্গে ফেলেছে। নগরীর বহদ্দারহাটের অদূরে খাজা রোডে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্মাণাধীন ফ্লাইওভারের ৩টি গার্ডার ভেঙে পড়ার পর স্থানীয় জনতার উদ্ধার অভিজান। ভেঙে পড়া গার্ডারের নিচে এখনো দেখা যাচ্ছে জোড়া পা, মানুষের শরীরের উপরের অংশ। রক্ত আর পানি একাকার হয়ে আছে ফ্লাইওভারের নিচে জমে থাকা পানি। বীভৎস এ দৃশ্য উপেক্ষা করে মানুষ আপ্রাণ চেষ্টা করছে দানবাকৃতির গার্ডারের নিচে চাপা পড়া নিথর দেহগুলো উদ্ধারের জন্য।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।