আমাদের কথা খুঁজে নিন

   

টিক-ট্যাক-টো গেম ... প্লে ফর ফান

তন্ময়-অন-রান.ব্লগস্পট.কম অবসর সময়ে করা আরেকটি কাজ। টিক-ট্যাক-টো গেম। ৩x৩ ঘরের এই টিক-ট্যাক-টো আপনারা সবাই খেলেছেন। তবে কেউ কেউ আশা করি এর চেয়েও বড় বোর্ডে খেলে থাকবেন। আমি নিজে ছোট বেলায় ভীষন ফ্যান ছিলাম এই বোর্ড গেমটির।

গেমটি খেলবার জন্য তো আমার আলাদা একটা বাংলা খাতাই কেনা ছিলো। সেটাতে ছক করে দুপুর বেলা খেলতাম, কখনো ছোট বোন, কখনো দাদার সাথে। এবার সেই গেমটিকেই পিসিতে খেলবার মতো করে বানিয়ে নিলাম। কোন বিশেষ কিছু বলার নাই, অবসর সময় পার করবার জন্যই বানানো। গেমটিতে একটি ১২x১২ বোর্ড আছে, অর্থাত ১৪৪ টি ঘর আছে।

দু'জনকে খেলতে হবে। প্রথম যে খেলবে তার সিম্বল হবে X আর পরের জনের সিম্বল হবে O। যে কোন ঘরে ক্লিক করলেই সেটিতে খেলোয়ারের সিম্বলটি বসবে যদি সেই ঘরে আগে থেকেই কোন সিম্বল না থেকে থাকে। একজন খেলোয়ারের গোল হলো তার ৩ টি সিম্বলকে পাশাপাশি অথবা কোনাকুনি ভাবে বসানো। এভাবে একবার সাজানোর জন্য সে ১ পয়েন্ট পাবে।

যতগুলো সম্ভব পয়েন্ট অর্জন করতে হবে। যে ৩ টি সিম্বল দিয়ে একটি কম্বিনেশন তৈরী হবে তার ৩ টি-ই অব্যবহৃত হতে পারে, অথবা অন্তত ২ টি অব্যবহৃত এবং ১ টি ব্যবহৃত হতে পারে। ১ টি সিম্বলকে তখনই ব্যবহৃত ধরা হবে যখন সেটি নিজে কোন কম্বিনেশনের পার্ট। যার পয়েন্ট বেশি থাকবে, স্বাভাবিক ভাবে সে-ই বিজয়ী হবে। যাই হোক, যারা আগে খেলেছেন তাদেরতো অবশ্যই ভালো লাগবে আর যারা আগে খেলেন নাই তারাও একজন পার্টনার ম্যানেজ করে খেলে দেখতে পারেন।

আশা করি ভালো লাগবে। সরাসরি গেমের লিংক: ক্লিক করুন ব্লগ পোস্টের লিংক: ক্লিক করুন  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।