নিজে শিখি ও অপরকে জানাই ১। কাপড় চুরির দায়ে পুলিশ চোরকে ধরে আদালতে এনেছে । উকিল তাকে জেরা করছে-
উকিলঃ ধর্মাবতার, এই লোকটা এক রাতে একই দোকানে ৭ বার চুরি করেছে । এর উপযুক্ত শাস্তি হওয়া দরকার ।
চোরঃ ধর্মাবতার, দোকানে ৭ বার ডুকলেও চুরি করেছি মাত্র দুইটা শাড়ি আর বাকি ৬ বার গিয়েছি শাড়ি বদলাতে , বউ এর শাড়ি পছন্দ না হওয়ায় ।
২। আদালতে দুই পক্ষের উকিলে ঝগড়া বেঁধেছে ।
১ম উকিলঃ আপনি মিথ্যাবাদী , জোচ্চোর ।
২য় উকিলঃ মুখ সামলে কথা বলুন । তুমিত ধাপ্পাবাজ, নচ্চর ।
বিচারকঃ আঃ এত গোলমাল কিসের । আপনারা দুজনকেই তো দেখছি বেশ ভালোভাবেই চিনে নিয়েছেন , এখুন মামলার কথা বলুন ।
৩। মৃত্যু শয্যায় শায়িত এক ব্যবসায়ী উকিলকে ডাকল ।
উকিলঃ বলুন, আপনার জন্য কি করতে পারি?
ব্যবসায়িঃ আমার সঙ্গে আপনাকে কিছুদিন কবরে থাকতে হবে ।
উকিলঃ কেন?
ব্যবসায়িঃ যাদের কাছে পাওনা আছে তাদের বিপক্ষে করতে কেস লড়তে হবে তো ।
৪। বিচারকঃ মাদাম, বিবাহ বিচ্ছেদ ছাড়াই কিভাবে আপনি একে একে দশজনকে পুরুষকে বিয়ে করলেন?
মহিলাঃ উদারতা ও মহানুভবতাই আমায় প্রেরণা দিয়েছে ।
৫। জজঃ এই এক সপ্তায় তুমি আটবার চুরি করেছ
চোরঃ হ্যাঁ স্যার, আমি কাজ করতে ভয় পাইনা ।
৬। জজঃ তুমি থানার সামনের বাড়ি থেকে চুরি করতে গেলে কেন?
চোরঃ ধরা পড়লে যাতে বেশিদূর যেতে না হয় ।
৭। জজঃ কি ব্যাপার, নতুন কাপরে ভরা সুটকেস চুরি করেছিলে কেন?
চোরঃ ধর্মাবতার, প্রতিবার আপনার সামনে ছেড়া কাপরে আসতে লজ্জা লাগে ।
৮।
জজঃ এই নিয়ে পাচ পাচ বার তুমি আমার সামনে এলে । এবার তোমাকে তিন বছরের জেল দিলাম।
চোরঃ ধর্মাবতার, তাও কিন্তু আমি আপনার চেয়ে ভালো আছি, আমিতো ৫ বার এলাম কিন্তু আপনাকে খানে প্রতিদিনই আসতে হয় ।
৯। জজঃ তুমিত আচ্ছা নির্লজ্জ, এই নিয়ে ৫ বার এলে গত তিন বছরে ।
চোরঃ ধর্মাবতার, আপনি প্রোমোশন না পেলে আমি করব?
১০। মক্কেলঃ কোন লোকের কুকুর যদি অন্য এক জনের মুরগি খেয়ে ফেলে, তাহলে আইনে কি ব্যবস্থা নেবে?
উকিলঃ যার কুকুর সে মুরগির দাম হিসেবে দশ টাকা দেবে ।
মক্কেলঃ মশাই, তাইলে আমায় এবার দশ টাকা দিন, যে কুকুরটা আমার মুরগি খেয়েছে সেটা আপনারই কুকুর ।
উকিলঃ তাই নাকি? তাহলে এবার আমায় দশ টাকা দাও, জানই তো আমার পরামর্শ দেবার ফি হচ্ছে বিশ টাকা ।
১১।
জজঃ তাহলে এই চুরিটা তুমি একাই করেছ?
চোরঃ জী ধর্মাবতার, দিনকাল যা পড়েছে কাউকে আর বিশ্বাস করা যায়না ।
১২। জজঃ তুমি একটা কোট চুরি করেছ? একই অপরাধে ৩ বছর আগে এই আদালতের কাঠগড়ায় দারিয়েছিলে তুমি । তাই না?
চোরঃ ধর্মাবতার, আপনিই বলুন, একটা কোট কি তিন বছরের বেশি টেকে ?
বিচারকঃ দেখুন, আমার মনে হয় আপনার বিবাহ-বিচ্ছেদ করাই উচিত
মহিলা রেগেঃ কি?, এই হতভাগ্যটার সাথে বিশ বছর জ্বলে পুড়ে এতদিন পরে ওকে সুখে থাকতে দিব ।
সতর্কতাঃ জোরে হাসলে আপনার ইয়ে আপনার দাঁত দেখে ফেলতে পারে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।