Sometimes people deserve to have their faith rewarded. আগের পর্ব পড়া যাদের কপালে জুটে নাই তাদের জন্য !!
3:10 to Yuma (2007)
দুই অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রো আর ক্রিস্টিয়ান বেল। দুইজন এর ই অসাধারন অভিনয়। ২ টি অস্কার এর জন্য নোমিনেশন পাওয়া।
Imdb rating: 7.8
American Gangster (2007)
আবারো দুই অস্কার বিজয়ী অভিনেতা রাসেল ক্রো এবং ডেনজেল
ওয়াশিংটন। শুধু একটা জিনিস ই বুঝলাম না, রাসেল ক্রো কি শুধু পুরান আমলের কাহিনিতেই অভিনয় করে?? ( 3:10 to yuma, american gangster, gladiator, master and commander, a beautiful mind সবই পুরান দিনের কাহিনি!!) ২ টি অস্কার নোমিনেশন পাওয়া মুভি।
Imdb rating: 7.8
Million Dollar Baby (2004)
ক্লিন্ট ইস্টউডের পরিচালনায় ক্লিন্ট ইস্টউড এবং মরগান ফ্রিম্যান। নায়িকা হিসেবে আছে হিলারি শাঙ্ক । ৪ টি অস্কার জেতা মুভি। বক্সিং নিয়ে মুভি বানাইলেই কি সেইটা অস্কার যেতে নাকি !!
Imdb rating: 8.1
Troy (2004)
ব্রাড পিট, 'হাল্ক' এরিক বানা আরও সাথে অরলান্ডো ব্রুম। মুভিটিকে আমার আন্ডাররেটেড মনে হয়।
এই মুভির রেটিং ৮ এর উপর থাকা উচিত ছিল । এক কথায় অসাধারন মুভি।
Imdb rating: 7.1
Road to Perdition (2002)
'মাস্টার' টম হাঙ্কস এবং সাথে বন্ড নায়ক ড্যানিয়েল ক্রেগ। যদিও মুভিতে ক্রেগের পার্ট কম, তবুও কাহিনি শুরু হাওয়ার কারন ক্রেগ ই। ১ টি অস্কার জেতা মুভি।
Imdb rating: 7.8
Interview with the Vampire: The Vampire Chronicles (1994)
একজন ভাম্পায়ারের জীবন কাহিনি নিয়ে। ব্রাড পিট আর টম ক্রুজ একই সাথে। ২ টি অস্কার নোমিনেশন পাওয়া মুভি।
Imdb rating: 7.5
Philadelphia (1993)
বস টম হাঙ্কস আর সাথে ডেনজেল ওয়াশিংটন । মেইনস্ট্রিম মুভির মধ্যে পড়ে না।
তবে দারুন । AIDS নিয়ে । ২ টি অস্কার জেতা মুভি।
Imdb rating: 7.6
Rain Man (1988)
টম ক্রুজ আর সাথে ডাস্টিন হফম্যান। ক্রুজের বাচ্চা বাচ্চা চেহারা দেখে চেনা ই কঠিন!! ৪ টি অস্কার জেতা মুভি।
Imdb rating: 8.0
Face/Off (1997)
মারাত্মক চিন্তার মুভি !! কল্পনা করা কঠিন এমন অবস্থা !! নিকোলাস কেজ ও সাথে জন ট্রাভল্টা । ১ টি মাত্র অস্কার নোমিনেশন পাওয়া মুভি।
Imdb rating: 7.3
------------------------------------
কোনো এক আজব কারনে আমার টরেন্টের কোনো লিঙ্কে ঢুকতিসে না । এই জন্য মুভি গুলোর ডাউনলোড লিঙ্ক দিতে পারলাম না। তবে গুগলে সব মুভি সার্চ দিলেই পেয়ে যাবেন।
আর আগের পোস্টে কয়েকজন ব্লগার ভাইকে মুভি সাজেস্ট করার জন্য ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।