৩১টি বহুস্তর বিপণন (এমএলএম) প্রতিষ্ঠানের কার্যক্রম বিলুপ্ত ঘোষণা করেছে সরকার।
যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের পরিদপ্তরের কার্যালয় (রেজসকো) সম্প্রতি এ বিষয়ে তিনটি আলাদা প্রজ্ঞাপন জারি করেছে। বিলুপ্ত কোম্পানিগুলোর তালিকাসহ গতকাল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে রেজসকো।
যোগাযোগ করলে রেজসকোর নিবন্ধক বিজন কুমার বৈশ্য প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৯৯৪ সালের কোম্পানি আইনের ৩৪৬(৩) ধারা অনুযায়ী, রেজসকোর নিবন্ধন বই থেকে নাম কেটে দিয়ে কোম্পানিগুলোকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বিলুপ্ত ঘোষিত কোম্পানিগুলো হচ্ছে: ইভা টেলিকমিউনিকেশনস লি., ব্র্যাভো আইটি ইন্টারন্যাশনাল লি., এনইউএফ ইন্টারন্যাশনাল লি., টোন অ্যান্ড টিউন নেটওয়ার্ক লি., শুক-সারি বাংলাদেশ লি., উত্তরা গ্রিন সিটি লি., সোয়াবস ইন্টারন্যাশনাল লি., ইন্টারন্যাশনাল তং চেং প্রোডাক্ট (বিডি) লি., ওশান মার্কেটিং কোম্পানি লি., মাল্টিফোকাস বিজনেস সিস্টেম লি., গণ ‘ই’ ওয়ার্ল্ডওয়াইড লি., অ্যাম্বিশন ড্রিম মার্কেটিং কোম্পানি লি., গ্লেসিয়ার (বিডি) লি., গ্রিন অ্যাকটিভ বিজনেস সিস্টেম লি., লিবার্টি (বিডি) নেটওয়ার্ক মার্কেটিং (প্রা.) লি., রয়েল ভিশন (প্রা.) লি., রয়েল ড্রিম ইন্টারন্যাশনাল লি., জিওনেট লি., দি এইমস সলিউশন (প্রা.) লি., বিজ-এইম করপোরেশন লি., মাস্ক মার্কেটিং (প্রা.) লি., বন্ধন অ্যাসোসিয়েটস (প্রা.) লি., গ্ল্যান্স গেইন কোম্পানি লি., ফেইথ মার্কেটিং সিস্টেম লি., গুয়েরডন নেটওয়ার্ক লি., গনডার্মা মেইন স্টকিয়েস্ট (প্রা.) লি. এবং গোল্ডেন ফেদার লি.।
কোম্পানিগুলো বিলুপ্ত ঘোষণা করা হলেও সংশ্লিষ্ট আইনের ৩৪৬(৫) ধারা অনুযায়ী পরিচালক বা সদস্যদের দায়-দেনা থাকলে তা অব্যাহত থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সূত্র জানায়, দুই দফা পরিদর্শন করে কোম্পানিগুলোর কোনো অস্তিত্ব খুঁজে না পাওয়ার পর সরকার এগুলোকে বিলুপ্ত ঘোষণা করেছে। আইনে বাধ্যবাধকতা থাকলেও কোম্পানিগুলো রেজসকোতে রিটার্ন দাখিল করেনি।
বিলুপ্তির জন্য আরও কয়েকটি কোম্পানি পর্যবেক্ষণে রয়েছে বলে প্রথম আলোকে জানান রেজসকোর নিবন্ধক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।