যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা। একটা দীর্ঘশ্বাস জমা আছে আত্মগহীনে, অন্ধকার ইট-পাথরের ফাঁকে, অনেক প্রগাঢ় প্রশ্বাস- কতোকাল, ক্ষয়ে আধপোড়া সিগারেট এর ধোঁয়ার মতো উড়ে গেছে তোমার রুপালী শরীরটা ছুঁয়ে। জ্যোৎস্না লোভে কামনা, কর্পূরের মতো সাদা ধোঁয়া, প্রচ্ছন্ন রাত্রি এঁকে অসভ্য অন্ধকারে সবকিছু ফেলেছে ঢেকে, কুহেলিকা, অতি সন্তর্পণে ছাই-পোড়া, অশান্ত শেকড়ের মতো, আস্টে-পৃষ্ঠে সশরীরে জড়িয়েছে তোমায়-আমায়, মৃতদের গান, উপাসনা শুনি না অনেকদিন- আহা, কেউ কেউ বলে- ডুবে গেছি, আমি, মরে গেছি- তোমার ভেতরে; পীতশোক অথবা প্রহর ক্লান্তি হয়ে, রয়ে গেছি আমি তোমার শেকড়ে। কালো, দলা পাকানো অথবা জমাটবদ্ধ দীর্ঘশ্বাস এর মতোই জমে আছে অনাকৃত কিছু মায়াবী সুবাস, গোপন রাত্রি- ছায়াহীন জ্যোৎস্না-কুয়াশা, বিলীন, ঝাপসা- জীবন্মৃত কোন শেকড়ে এখন তোমার আমার বসবাস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।